Current Affairs February 2022 কারেন্ট অ্যাফেয়ার্স : ফেব্রুয়ারি ২০২২

Current Affairs February 2022 কারেন্ট অ্যাফেয়ার্স : ফেব্রুয়ারি ২০২২

Current Affairs February 2022 কারেন্ট অ্যাফেয়ার্স : ফেব্রুয়ারি ২০২২

উত্তরপত্র নিচে ↓

বাংলাদেশ

১. মুজিববর্ষের সময়কাল কত? 

ক) ১৭ মার্চ ২০২০-২৬ মার্চ ২০২১ 

খ)  ১৭ মার্চ ২০২০-১৬ ডিসেম্বর ২০২১ 

গ) ১৭ মার্চ ২০২০-২৬ মার্চ ২০২২ 

ঘ) ১৭ মার্চ ২০২০-৩১ মার্চ ২০১২ * 

২.সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া ঘােষণা করা হয় কবে? | 

ক) ২ জানুয়ারি ২০২২ 

খ) ৪ জানুয়ারি ২০২২ *

গ) ৫ জানুয়ারি ২০২২ 

ঘ) ৭ জানুয়ারি ২০২২ 

৩. কত বর্গ কিমি এলাকাকে সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া ঘােষণা করা হয়? 

ক) ১,৫৪৩ বর্গ কিমি 

খ)  ১,৬৪৩ বর্গ কিমি 

গ)  ১,৭৪৩ বর্গ কিমি *

ঘ)  ১,৮৪৩ বর্গ কিমি 

৪. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপত্রি নাম কী?

ক) বিচারপতি মােহাম্মদ ফজলুল করিম 

খ)  বিচারপতি এবিএম খায়রুল হক।

গ) বিচারপতি মােঃ মােজাম্মেল হােসেন

ঘ)  বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী *

৫. কোন নারী আপিল বিভাগের বিচারপতির পদ অলংকৃত করেন? 

ক) বিচারপতি নাজমুন আরা সুলতানা 

খ)  বিচারপতি জিনাত আরা 

গ) বিচারপতি কৃষ্ণা দেবনাথ 

ঘ) ওপরের সকলে *

৬. আপিল বিভাগে তৃতীয় নারী বিচারপতি কে? 

ক) বিচারপতি কৃষ্ণা দেবনাথ *

খ) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী 

গ) বিচারপতি ফারাহ মাহবুব 

ঘ) বিচারপতি নাইমা হায়দার 

৭. ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের | উদ্বোধন করা হয় কবে?

ক) ৬ জানুয়ারি ২০২২ *

খ) ৮ জানুয়ারি ২০২২ 

গ) ১০ জানুয়ারি ২০২২ 

ঘ) ১৩ জানুয়ারি ২০২২

৮. প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়ােগ লাভের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? 

ক) ২৫ বছর 

খ) ৩২ বছর

গ)  ৫০ বছর *

ঘ) ৫ বছর। 

৯.  ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? 

ক) ১২ জন 

খ) ১৩ জন 

গ) ১৪ জন 

ঘ) ১৫ জন *

অর্থ-বাণিজ 

১০. কোন জেলায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে?

ক) গাইবান্ধা 

খ) যশাের 

গ) পটুয়াখালী 

ঘ) ওপরের সবগুলাে *

১১. দেশের শেয়ারবাজারে প্রথম ইসলামীশরিয়াহভিত্তিক বড় লেনদেন শুরু হয় কবে? 

ক) ১ জানুয়ারি ২০২২

খ) ৭ জানুয়ারি ২০২২

গ) ১০ জানুয়ারি ২০২২ 

ঘ) ১৩ জানুয়ারি ২০২২ *

১২. ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স আসে কোন দেশ থেকে? 

ক) সৌদি আরব *

খ) যুক্তরাষ্ট্র 

গ) সংযুক্ত আরব আমিরাত 

ঘ) যুক্তরাজ্য

১৩. ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশে? 

ক)  জার্মানি 

খ) যুক্তরাষ্ট্র *

গ)  যুক্তরাজ্য 

ঘ) স্পেন 

১৪.২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক আমদানি করে কোন দেশে থেকে? 

ক) ভারত 

খ) জাপান 

গ) চীন *

ঘ)  যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক 

১৫.Regional Comprehensive Economic Partnership ( RCEP) বাণিজ্য চুক্তি কার্যকর হয় কবে? ক)  ১ জানুয়ারি ২০২২ 

খ) ৩ জানুয়ারি ২০২২ *

গ)  ৭ জানুয়ারি ২০২২ 

ঘ) ১০ জানুয়ারি ২০২২ 

১৬. RCEP অভুক্ত দেশ কতটি? 

ক)১০টি 

খ)১২টি 

গ)১৪টি 

ঘ) ১৫টি *

১৭. পাকিস্তানের সুপ্রীম কোর্টের প্রথম নারী বিচারপতি কে?

ক) ইয়াসমিন আল মাইমানি 

খ)  আয়েশা মালিক *

গ) নাইমা হক 

ঘ) লতফিয়া এলনাদি 

১৮.ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম কী? 

ক)  কালিমানতান’

খ) জাভানী 

গ) নুসানতারা *

ঘ) বাের্নিও 

১৯. যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রায় প্রথমবারের মতাে স্থান পান কোন কৃষ্ণাঙ্গ নারী? 

ক)  মায়া অ্যাঞ্জেলু *

খ) উইলমা ম্যানকিলার 

গ) ওটেরাে-ওয়ারেন 

ঘ)  আনা মে ওং 

করােনাভাইরাস 

২০. করােনার মিশ্র ধরন ডেল্টান প্রথম শনাক্ত হয় কোন দেশে? 

ক)  ইসরায়েল *

খ)  সাইপ্রাস 

গ) তাইওয়ান 

ঘ) ইরান। 

২১. ফুরােনা (Flurona) প্রথম শনাক্ত হয় কোন দেশে?

ক)  ইসরায়েল *

খ)  সাইপ্রাস 

গ) যুক্তরাষ্ট্র 

ঘ) যুক্তরাজ্য 

২২. ২০ ডিসেম্বর ২০২১ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO).কোন করােনা টিকার জরুরি অনুমােদন দেয়? 

ক) Nuvaxovid **

খ)  Covishield 

গ)  Covovax 

ঘ) SputnikV 

২৩. WHO অনুমােদিত দশম টিকা কোনটি? 

ক) Sputnik V 

খ) Covovax 

গ) Novavax

ঘ)  Nuvaxovid *

সংস্থা-সংগঠন

২৪. বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) নতুন মহাপরিচালক কে? 

ক) মাসাহিকো মেটোকি *

খ)  রাইটিস পলাউসকাস 

গ) হেনরিয়েটা এইচ ফোর 

ঘ)  ক্যাথরিন এম রাসেল। 

২৫. এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ কতটি? 

ক)  ৮৭টি 

খ) ৮৬টি 

গ) ৮৮টি 

ঘ)  ৮৯টি *

২৬. ১৪ জানুয়ারি ২০২২ কোন দেশ AIIB’র ৮৯তম। সদস্যপদ লাভ করে? 

 ক) পেরু *

খ) বেনিন 

গ) চিলি 

ঘ)  কানাডা 

২৭. আন্তর্জাতিক নবায়নযােগ্য জ্বালানি সংস্থার। (IRENA) বর্তমান সদস্য দেশ কতটি? 

ক)  ১৬৪টি 

খ) ১৬৫টি 

গ)  ১৬৬টি 

ঘ) ১৬৭টি *

২৮.৩০ ডিসেম্বর ২০২১. কোন দেশ IRENA’র। ১৬৭তম সদস্যপদ লাভ করে? 

ক)  সান ম্যারিনাে *

খ) কিরগিজস্তান 

গ)  অস্ট্রিয়া

ঘ)  ডােমিনিকা। 

সম্মেলন: 

২৯. ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে

ক) ২৬-২৮ জুন ২০২২ *

খ)  ২৬-২৮ জুলাই ২০২২ 

গ) ২৬-২৮ আগস্ট ২০২২ 

ঘ)২৬-২৮ সেপ্টেম্বর ২০২২ 

৩০. ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 

ক) ইতালি 

খ)  জার্মানি *

গ) জাপান 

ঘ)  ফ্রান্স

৩১. ২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 

ক)  ২৯ জুন-২ জুলাই ২০১২

খ)  ২৯ জুলাই-২ আগস্ট ২০২২ *

গ) ২৯ আগস্ট-২ সেপ্টেম্বর ২০২২ 

ঘ) ২৯ সেপ্টেম্বর-২ অক্টোবর ২০২২ 

৩২.২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 

ক) মস্কো, রাশিয়া 

খ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র 

গ) বেইজিং, চীন 

ঘ) মন্ট্রিল, কানাডা *

 সাহিত্য-সংস্কৃতি 

৩৩. অস্কারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা কে? 

ক) মায়া অ্যাঞ্জেলু

খ) সিডনি পটিয়া *

গ) জেসিকা ওয়াটকিনস 

ঘ) ওটিস গিবসন। 

৩৪.Our Journey Together গ্রন্থের লেখক কোন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট? 

ক) বিল ক্লিনটন 

খ) বারাক ওবামা 

গ) ডােনাল্ড ট্রাম্প *

ঘ) জর্জ ডব্লিউ বুশ

৩৫.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কী? 

ক) জাতির পিতা 

খ)  খােকা 

গ) বঙ্গবন্ধু 

ঘ) নিঃসঙ্গ লড়াই *

৩৬.গুপ্তচর চরিত্র ’মাসুদ রানার’ স্রষ্টা কে? 

ক) শেখ আবদুল হাকিম 

খ) কাজী আনােয়ার হােসেন *

গ)  মাসুদ পারভেজ

ঘ)  কাজী মােতাহার হােসেন। 

৩৭. বাংলা কমিকসের জনক কে? 

ক) নারায়ণ দেবনাথ *

খ)  বিরজু মহারাজ 

গ) শাঁওলি মিত্র 

ঘ) হিরন্ময় সেনগুপ্ত 

রিপাের্ট-সমীক্ষা 

৩৮.Global Firepower (GFP) ২০২২ অনুযায়ী, সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি? 

ক) যুক্তরাষ্ট্র *

খ)  রাশিয়া

গ)  চীন 

ঘ) ভারত

৩৯. GFP’র ২০২২ সালের সামরিক শক্তিতে সর্বনিম্ন দেশ কোনটি? 

ক)  উত্তর কোরিয়া 

খ) সােমালিয়া

গ) লাইবেরিয়া 

ঘ)  ভুটান *

৪০.GFP’র ২০২২ সালের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত? 

ক)  ৫তম

খ)  ৪৬তম *

গ) ৪৯তম 

ঘ)  ৫২তম

 World Economic League Table 2022 

৪১. GDP’র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? 

ক)  যুক্তরাষ্ট্র *

খ)  চীন 

গ)  জাপান 

ঘ)  জার্মানি 

৪২. GDP’র ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতি দেশ কোনটি? 

ক) নেপাল 

খ)  কিরিবাতি 

গ) নাউরু 

ঘ) টুভ্যালু *

৪৩. GDP’র ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? 

ক) ৪০তম 

খ) ৪১তম 

গ)  ৪২তম *

ঘ) ৪৩তম 

৪৪.৩৩তম ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল? 

ক)  ঢাকা আবাহনী লিমিটেড *

খ)  মােহামেডান স্পাের্টিং ক্লাব

গ)  রহমতগঞ্জ 

ঘ) শেখ রাসেল ক্রীড়া চক্র 

৪৫.২০২১ সালের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 

ক) ভারত 

খ) মালদ্বীপ 

গ) বাংলাদেশ *

ঘ) নেপাল 

৪৬. ২০২১ সালের ফিফার বর্ষসেরা পুরুষ ফুলার কে? 

ক) লিওনেল মেসি 

খ) ক্রিস্টিয়ানাে রােনালদো 

গ) এডওয়ার্ড মেন্ডি 

ঘ) রবার্ট লেভান্ডভভাস্কি *

৪৭.২০২১ সালের ফিফার বর্ষসেরা নারী ফুটবলার কে?  

ক)  ক্রিস্তিয়ানে এন্দলার 

খ) আলেক্সিয়া পুতেয়াস *

গ) ক্রিস্টন সিনক্লেয়ার 

ঘ) এমা হেইস 

আইসিসি অ্যাওয়ার্ড-২০২১ 

৪৮.বর্ষসেরা ক্রিকেটার কে? 

 ক) বিরাট কোহলি (ভারত) 

ক) শাহিন আফ্রিদি (পাকিস্তান) *

গ) প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) 

ঘ) বেন স্টোকস (ইংল্যান্ড) 

৪৯. বর্ষসেরা টেস্ট ক্রিকেটার কে? 

ক) দীপক চাহার (ভারত) 

খ)  কাইল কোয়েটজার (স্কটল্যান্ড) 

গ) স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)

ঘ) জো রুট (ইংল্যান্ড) *

৫০.বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কে? |

 ক)  মারনাস লাবুশেন (অস্ট্রেলিয়া) 

খ) রােহিত শর্মা (ভারত)

গ) বাবর আজম (পাকিস্তান) *

ঘ)বেন স্টোকস (ইংল্যান্ড) 

কারেন্ট অ্যাফেয়ার্স উত্তর : Current Affairs February 2022 কারেন্ট অ্যাফেয়ার্স : ফেব্রুয়ারি ২০২২ 

 ১.ঘ ২. খ ৩.গ  ৪.ঘ  ৫.ঘ ৬.ক  ৭.ক  ৮.গ  ৯.ঘ   ১০.ঘ  

১১.ঘ  ১২.ক  ১৩.খ  ১৪.গ   ১৫.ক  ১৬.ঘ ১৭. খ  ১৮.গ : ১৯. ক ২০.খ 

২১.ক ২২.ক ২৩.ঘ  ২৪.ক ২৫. ঘ ২৬ ক  ২৭. ঘ ২৮.ক  ২৯.ক   ৩০.খ  

৩১.খ  ৩২. ঘ ৩৩. খ ৩৪.গ  ৩৫.ঘ  ৩৬.খ  ৩৭.ক  ৩৮.ক  ৩৯.ঘ  ৪০. খ  

৪১.ক  ৪২.ঘ  ৪৩.গ ৪৪.ক ৪৫.গ ৪৬.ঘ ৪৭. খ. ৪৮.খ  ৪৯.ঘ  ৫০.গ

আরও পড়ুন: সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর সমূহ: জানুয়ারি মাস
আরও পড়ুন: সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর সমূহ: ডিসেম্বর মাস
Current Affairs February 2022 কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২২ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো।

প্রশ্ন ১: ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে প্রলেপ বা কোটিং কারখানা কোথায় নির্মাণ করা হবে?
উত্তর: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
প্রশ্ন ২: APAR’র পূর্ণরূপ কী?
উত্তর : Annual Performance Appraisal Report.

প্রশ্ন ৩ : ACR’র পূর্ণরূপ কী?
উত্তর : Annual Confidential Report.

প্রশ্ন ৪: দেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাসের নাম কী?
উত্তর: সুরসপ্তক।
প্রশ্ন ৫: দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ইসলামী শরিয়াহভিত্তিক প্রথম বন্ড কোনটি?
উত্তর: বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা।

প্রশ্ন ৬: কম্পিউটারে প্রথম বাংলা লেখার সফটওয়্যার ‘শহীদলিপি’র জনক কে?
উত্তর: সাইফুদ্দাহার শহীদ (সাইফ শহীদ)।

প্রশ্ন ৭: ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মােট জনবল কত?
উত্তর : ২,১০,০০০ (স্বাধীনতার সূচনালগ্নে ছিল মাত্র ৩৩,০০০)।

প্রশ্ন ৮: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কয়টি অনুষদ রয়েছে?
উত্তর : ১৩টি।
প্রশ্ন ৯: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের ওপর ভিত্তি করে তৈরি করা গেমিং অ্যাপের নাম কী?
উত্তর : আমার বঙ্গবন্ধু।

প্রশ্ন ১০: বাংলাদেশ পর্যটন করপােরেশন (সংশােধন) বিল ২০২২’ অনুসারে পর্যটকের সংজ্ঞা কী?
উত্তর : কেউ নিজের ঘর থেকে ভ্রমণ বা শ্রান্তি বিনােদনের জন্য ২৪ ঘণ্টার বেশি কিন্তু এক বছরের কম সময়ে আরেক জায়গায় থাকবে তারাই পর্যটক। তবে চাকরির জন্য কেউ ঐ সময় ঘরের বাইরে থাকলে তাকে পর্যটক হিসেবে ধরা হবে না।

প্রশ্ন ১১: ১৯ জানুয়ারি ২০২২ প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত হিসেবে কে যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারপতি হিসেবে মনােনয়ন পান?
উত্তর: নুসরাত জাহান চৌধুরী। নিয়ােগ চূড়ান্ত হলে তিনি হবেন প্রথম নারী মুসলিম আমেরিকান ফেডারেল বিচারপতি।

প্রশ্ন ১৩: বাংলাদেশ সর্বাধিক পাম অয়েল আমদানি করে কোন দেশ থেকে?
উত্তর: ইন্দোনেশিয়া।

প্রশ্ন ১৪: বাংলাদেশে এ পর্যন্ত কতজন ব্যক্তি প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন?
উত্তর: ২৩ জন।
প্রশ্ন ১৫: বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি কে?
উত্তর: বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

প্রশ্ন ১৬: বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড কবে প্রবর্তন করা হয়?
উত্তর: ২০২২ সালে।

Current Affairs February 2022

আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন ১৭: মানবদেহে যদি একই সাথে সাধারণ ফ্লু (Flu) ও করােনা (Corona) উপসর্গ থাকে তাহলে তাকে বলা হয়-
উত্তর : ফ্লোরােনা বা ফ্লুরােনা (Flurona)।

প্রশ্ন ১৮: ২৮ ডিসেম্বর ২০২১ কলকাতার ৩৯তম মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন কে?
উত্তর: ফিরহাদ হাকিম।
প্রশ্ন ১৯: পানির তলদেশে চীনের দীর্ঘতম হাইওয়ে টানেলের নাম কী ?
উত্তর: Taihu tunnel(তাইহু টানেল)।

প্রশ্ন ২০: করােনার অতি সংক্রামক ডেলটা ও অমিক্রনের সংমিশ্রণের নতুন ধরনের নাম কী?
উত্তর : ডেল্টান।

প্রশ্ন ২১: ১ জানুয়ারি ২০২২ কোন ৫ দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে?
উত্তর: আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন ২২: J-10 কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
উত্তর: চীন।

প্রশ্ন ২৩: ‘হাভানা সিনড্রোম’ প্রথম কবে কোথায় দেখা দেয়?
উত্তর : ২০১৬ সালে; কিউবার রাজধানী হাভানায়।

প্রশ্ন ২৪: ১ জানুয়ারি ২০২২ যুক্তরাষ্ট্র কোন তিনটি দেশের শুল্কমুক্ত সুবিধা বাতিল করে?
উত্তর : ইথিওপিয়া, মালি ও গিনি।

প্রশ্ন ২৫: ২৯ ডিসেম্বর ২০২১ যুক্তরাষ্ট্র কোন ব্যক্তিকে আফগানিস্তানের বিশেষ দূত নিয়ােগ দেয়?
উত্তর: রিনা আমিরি।

দুর্নীতি ধারণা সূচক-২০২১

প্রশ্ন ২৬: দুর্নীতি ধারণা সূচক-২০২১ অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর : দক্ষিণ সুদান।

প্রশ্ন ২৭: দুর্নীতি ধারণা সূচক-২০২১ অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর: ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড।

প্রশ্ন ২৮: দুর্নীতি ধারণা সূচক-২০২১ অনুযায়ী নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৩তম (স্কোর-২৬)।

প্রশ্ন ২৯: দুর্নীতি ধারণা সূচক-২০২১ অনুযায়ী উর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৪৭তম।

Current Affairs February 2022 বাংলাদেশ বিষয়াবলী

ক্রীড়াঙ্গন

প্রশ্ন ৩০: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে?
উত্তর : হাভিয়ের কাবরেরা। তিনি বাংলাদেশের ২৩তম বিদেশি কোচ আর স্প্যানিশ হিসেবে তৃতীয়।

প্রশ্ন ৩১: বাংলাদেশের ১০০তম টেস্ট খেলােয়াড় কে?
উত্তর : মােহাম্মদ নাঈম; নিজেদের ১২৮তম টেস্টে ১০০তম টেস্ট খেলােয়াড় পায় বাংলাদেশ।

প্রশ্ন ৩২: ২০২১ সালের টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার কে?
উত্তর : মােহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)।

প্রশ্ন ৩৩: ২০২১ সালের বর্ষসেরা নারী ক্রিকেটার কে?
উত্তর: স্মৃতি মান্ধানা (ভারত)।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Current Affairs February 2022

Share on

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

eleven + 5 =