এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন – ‘অ’
বাক্য তথা ভাষাকে সুন্দর, সাবলীল ও ভাষার অর্থ প্রকাশের দীপ্তিকে সমুজ্জ্বল করার জন্য বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ অতীব গুরুত্বপূর্ণ। এর সাথে সমাসের। একটা সম্পর্ক বিদ্যমান। যেমন— তিন মাথা যার = তেমাথা। কু (কুৎসিত) যে আকার = কদাকার । আমি, তুমি ও সে = আমরা ইত্যাদি। তিন মাথা যার’ এটাকে বলা হয় ব্যাসবাক্য বা …