SI Viva Preparation suggestion

পুলিশ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য : Police Sub Inspector SI Exam Suggestion

Bangladesh Police Sub Inspector SI Exam Suggestion 2021 :

Bangladesh police is one of the most important institution in Bangladesh. Recently, BD police has published circular to recruit SI of police. Therefore, we bring you some of the most important materials for SI preparation. If you are an competitor of of Bangladesh Police Sub Inspector SI Recruitment Circular 2021 then Here, we go . Take your final sub inspector job preparation on www.mypreparations.com. This topic is very important Bangladesh Police Sub Inspector SI Recruitment preparations . Specifically, For Written preparations and Viva preparations. So, Are you ready to take the challenge of sub inspector written & Viva preparations. SI Viva Preparation suggestion .

Bangladesh Police Sub Inspector SI written Exam Suggestion 2021 , Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021. SI Viva Preparation suggestion.

নাম ও মূলনীতি :

১. ‘POLICE’ শব্দটির পূর্ণরূপ কি? – P = Polite, O = Obedient, L = Loyal, I = Intelligent, C = Courageous, E = Efficient. 

২. পুলিশ (Police) শব্দের অর্থ কি? – ‘Police’ শব্দটি Noun হলে এর অর্থ হয় শৃঙ্খলা, শান্তি ও আইন রক্ষা করার ব্যবস্থা (The system of preservation of order and peace and enforcement of law)। অথবা পুলিশ বলতে বােঝায় এমন একটা প্রতিষ্ঠানের সদস্য, যাদের দায়িত্ব হচ্ছে দুর্নীতি দমন ও প্রতিহত করা এবং শৃঙ্খলা বজায় রাখা (The member of an official organisation whose job is to keep public orders and demolish and prevent of corruption crime) শব্দটি Verb হলে তখন তার অর্থ দাঁড়ায় পুলিশ বা তৎসমতুল্য কোনােকিছু দ্বারা কোনাে স্থানে শৃঙ্খলা বজায় রাখা (to keep orders in a place with or as if with police) 

৩. বাংলাদেশ পুলিশের মূলনীতি কি? – শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি।

৪. পুলিশের মূলমন্ত্র কি? – দুষ্টের দমন ও শিষ্টের লালন।

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

 মনােগ্রাম, ড্রেস ও ক্যাপ : 

১. বাংলাদেশ পুলিশের মনােগ্রাম কি? – এক পাশে ধানের শীষ ও অপর পাশে গমের শীষ | এবং মাঝখানে ভাসমান পালতােলা নৌকা, শীর্ষে। শাপলা ও নিচে বাংলায় লেখা পুলিশ। 

২. পুলিশের নতুন পােশাক কবে চালু করা হয়? – ১০ জানুয়ারি ২০০৪। 

৩. বর্তমানে মেট্রোপলিটন সিটির পুলিশ বাহিনীর পােশাক কিরূপ? – ডিপ ব্লু প্যান্ট ও হালকা অলিভ রঙের হাফশার্ট। 

৪. মেট্রোপলিটন সিটির বাইরে পুলিশ বাহিনীর পােশাক কিরূপ? – ডিপ ব্লু প্যান্ট ও ডিপ যে রঙের হাফশার্ট। 

৫. আর্মড পুলিশ সদস্যদের পােশাক কিরূপ? – প্রিন্টেড প্যান্ট ও প্রিন্টেড ফুল শার্ট।

৬. সকল মেট্রোপলিটন পুলিশের একই ড্রেস কবে চালু করা হয়? – ১৫ এপ্রিল ১৯৯৩। 

৭. আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ড্রেস কেমন ছিল? খাকি প্যান্ট ও নীল জামা।। 

৮. পূর্বে মেট্রোপলিটনের বাইরের পুলিশের ড্রেস কি ছিল? – খাকি প্যান্ট ও খাকি শার্ট। 

৯. পুলিশের উর্দি/পােশাক সম্পর্কে পুলিশ রেগুলেশন অ্যাক্টের কোন ধারায় উল্লেখ আছে? – ২০নং ধারায়।

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

 ইতিহাস:

১. বিশ্বের প্রথম অভ্যন্তরীণ শান্তিরক্ষায় কে পুলিশ বাহিনী গঠন করেন? – রােম সম্রাট সিজার অগাস্টাস। 

২. সম্রাট সিজার অগাস্টার্সের এ পুলিশ বাহিনী কত বছর টিকেছিল? – প্রায় সাড়ে তিন শ বছর। 

৩. বঙ্গ-ভারত উপমহাদেশে প্রথম পুলিশব্যবস্থা কে চালু করেন? – সম্রাট আকবর। 

৪. আকবর পুলিশ প্রশাসনকে কিভাবে সংগঠিত করেছিলেন? – আকবর ফৌজদার, মীরআদল, কাজী ও কোতওয়াল নিয়ােগের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সংগঠিত করেছিলেন। 

৫. ইংল্যান্ডে পােশাকধারী পুলিশব্যবস্থা চালু হয় কবে? —- ১৮২৯ সালে। 

৬. উপমহাদেশে পুলিশ অফিসারদের সরাসরি ইম্পেরিয়াল সার্ভিসে নিয়ােগ শুরু হয় কবে থেকে? – ১৯২১ সালে। 

৮. নিয়মিত পুলিশ বাহিনী গঠনের বিল ব্রিটিশ গভর্নর ইন কাউন্সিলে পাস হয় কবে? – ৭ ডিসেম্বর ১৭৭২। 

৯. অবিভক্ত বাংলায় কখন প্রথম পুলিশ কমিশন গঠন করা হয়? ১৮৬০ সালে। 

১০. ভারতীয় উপমহাদেশে কবে থেকে পুলিশ সার্ভিস চালু হয়? ১৮৬১ সাল থেকে। 

১১. ভারতীয় পুলিশ বাহিনীর আধুনিকায়নে দ্বিতীয় কমিটি গঠিত হয় কখন? ১৮৯০ সালে, লে. গভর্নর স্যার স্টুয়ার্ট বেইলির সময়।

১২. উপমহাদেশে পুলিশ সার্ভিস প্রথম চালু হয় কার আমলে? – ভাইসরয় লর্ড ক্যানিং। 

১৩. উপমহাদেশে কবে ফৌজদারি আইন প্রবর্তিত হয়? – ১৮৯৮ সালে। 

১৪. উপমহাদেশের পুলিশ প্রশাসনকে আধুনিকীকরণের লক্ষ্যে, কবে প্রথম কমিটি গঠন করা হয় এবং উক্ত কমিটির চেয়ারম্যান কে ছিলেন? – ১৮৬৮ সালে, মি. বার্ড। 

১৫. উপমহাদেশে কবে প্রথম ফৌজদারি ও দেওয়ানি আদালত স্থাপিত হয় – ১৭৭২ সালে। 

১৬. পাক-ভারত উপমহাদেশে সারদা পুলিশ একাডেমি চালু হয় কার সময়ে? – লর্ড হার্ডিঞ্জ-এর সময়ে। 

১৭. জেলাসমূহকে ৪০০ বর্গমাইলের পুলিশ থানায় বিভক্ত করা হয় কবে? – ১৭৭৪ সালে। 

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

পুলিশ আইন :

১. উপমহাদেশে কবে প্রথম পুলিশ রেগুলেশন প্রণীত হয়? – ১৮৬১ সালে। 

২. ‘পাঁচ আইন কি? ১৮৬১ সালের পুলিশ সংক্রান্ত বিধিকে ‘পাঁচ আইন’ বলে 

৩. ভারতীয় পুলিশ সংগঠনকে আধুনিকীকরণের লক্ষ্যে কত সালে প্রথম কমিটি গঠন করা হয়? – ১৮৩৮ সালে (চেয়ারম্যান ছিলেন মি. বার্ড)।।

 ৪. বাংলাদেশ পুলিশ প্রশাসন পরিচালিত হয় কোন রেগুলেশন অনুসারে? – ১৮৬১ সালে প্রণীত রেগুলেশন অনুসারে। 

৫. আর্মড পুলিশ ব্যাটালিয়ন তৈরি ও মহিলাদের পুলিশ সার্ভিসে নিয়ােগ করা হয় কোন সালের অধ্যাদেশ বলে? – ১৯৭৬ সালের অধ্যাদেশ বলে । 

৬. জাতীয় সংসদে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আইন কবে পাস হয়? – ৯ জুলাই ২০০৩। 

৭. আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন কবে সংসদে পাস হয়? – ৯ এপ্রিল ২০০২। 

৮. জাতীয় সংসদে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশােধন বিল কবে পাস হয়? – ১৬ মার্চ ২০০৪।

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

আইনশৃঙ্খলা রক্ষায় আইন ও মন্ত্রণালয় :

১. বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে? – স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। 

২. বাংলাদেশে প্রচলিত ‘অস্ত্র আইন প্রণীত হয় কবে? ১৮৭৮ সালে।

৩. বাংলাদেশে কার্যকরী ‘বিস্ফোরক আইন পাস হয় কবে? ১৮৮৪ সালে। 

৪. বাংলাদেশে প্রযােজ্য সরকারি গােপনীয়তা আইন পাস হয় কবে? – ১৯২৩ সালে। 

৫. বাংলাদেশে প্রচলিত ভবঘুরে আইন পাস হয় কবে? – ১৯৪৩ সালে। 

৬. বাংলাদেশে প্রযােজ্য ‘আনসার আইন জারি হয় কবে? – ১৯৪৮ সালে। 

৭. বাংলাদেশে মােটরযান সংশােধনী আইন পাস হয় কবে? ১৯৭৪ সালে।

৮. বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কবে জারি হয়? – ১৯৭৪ সালে। – ১৯০

৯. জাতীয় সংসদে ‘মাদক দ্রব্য আইন পাস হয় কবে? – ২৯ জানুয়ারি ১৯৯০। 

১০. জাতীয় সংসদে বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশােধনী) বিল পাস হয় – ১৫ জুলাই ১৯৯২। 

১১. ‘সন্ত্রাস দমন অধ্যাদেশ জারি হয় কবে? ৪ – ১৫ সেপ্টেম্বর ১৯৯২। 

১২. জাতীয় সংসদে সন্ত্রাস দমন বিল পাস হয় কবে? – ১ নভেম্বর ১৯৯২। 

১৩. সন্ত্রাস দমন বিল পাস করা হয় কত বছরের জন্য? ২ বছর। 

১৪. ‘সন্ত্রাস দমন অধ্যাদেশ অনুযায়ী প্রমাণিত অপরাধের ন্যূনতম শাস্তি কি? – ৫ বছরের কারাদণ্ড। 

১৫. বাংলাদেশে শিশুর অন্যায় কাজ অপরাধ বলে গণ্য হয় না কত বছর বয়স পর্যন্ত। – ৭ বছর। 

১৬. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? – স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

১৭. ৫ জনের অধিক জনসমাবেশ কোন ধারা বলে নিষিদ্ধ? – ১৪৪ ধারা। 

১৮. ৫৪ ধারা কি? বিনা ওয়ারেন্টে পুলিশ কর্তৃক গ্রেফতার করার ক্ষমতা। 

১৯. ১৪৪ ধারা কি? মানুষের চলাচল, আচরণ এবং কর্মকাত্রে ওপর বিধি-নিষেধ বা নিয়ন্ত্রণ। যেমন : ৫ জনের অধিক জনসমাবেশ একত্রে করা নিষেধ। 

২০. ক্রিমিন্যাল Procedure Code-এর কোন কোন ধারায় এজাহার রেকর্ড, জবানবন্দি রেকর্ড ও চার্জশিট দাখিল করা হয়? – যথাক্রমে ১৫৪, ১৬৪, ১৭৩ ধারায়। 

২১. ৪২০ ধারা কি? – বাংলাদেশ (Penal Code) এর একটি ধারা যেখানে প্রতারণার জন্য শাস্তির বিধান রয়েছে। 

২২. FIR কি? – First Information Report। এটি প্রাথমিক তথ্যবিবরণী বা এজাহার নামে পরিচিত। ২৩. ‘জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন ২০০০’ কবে পাস হয়? – ৩০ জানুয়ারি ২০০০। 

২৪. ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বিল ২০০১’ জাতীয় সংসদে পাস হয় কবে? – ৮ এপ্রিল ২০০১। ২৫. ‘জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন-২০০০’ কবে বিলুপ্ত করা হয়? – ২ এপ্রিল ২০০২। 

২৬. জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন ২০০১’সংসদে কবে পাস হয়। – ১৮ জানুয়ারি ২০০১। 

২৭. ‘জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ (রহিতকরণ) আইন-২০০১’ কবে জাতীয় সংসদে পাস হয়? — ২১ মার্চ ২০০২। 

২৮. ‘জাতীয় সংসদে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন ২০০১’ কবে পাস হয়? – ২০ জুন ২০০১। 

২৯. জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) সহ ২০০১’ জাতীয় সংসদে কবে পাস হয়? – ২ ডিসেম্বর ২০০১। 

৩০. এসিড নিয়ন্ত্রণ আইন কবে জাতীয় সংসদে পাস হয়েছে? – ২০০২ সালের ১২ মার্চ। 

৩১. এসিড অপরাধ দমন আইন-২০০২’কবে জাতীয় সংসদে পাস হয়ে – ২০০২ সালের ১৩ মার্চ।

৩২. নতুন আইনে এসিড নিক্ষেপজনিত অপরাধের বিচারপ্রক্রিয়া পৃথক ট্রাইব্যুনালে একটানা কয় দিনের মধ্যে নিষ্পন্ন হওয়ার কথা বলা হয়েছে? —  ৯০ দিনের মধ্যে। 

৩৩. নতুন আইনে এসিড নিক্ষেপের জন্য সর্বোচ্চ শাস্তি কি? – মৃত্যুদণ্ড। 

৩৪. দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ কেন জারি করা হয়? – ৬টি মারাত্মক অপরাধের বিচারের জন্য। 

৩৫. দ্রুত বিচার ট্রাইব্যুনালে কোন ছয়টি অপরাধের বিচার করা হবে? – হত্যা, ধর্ষণ, বিস্ফোরক, অস্ত্র, মাদক ও মজুতদারী। 

৩৬. দ্রুত বিচার ট্রাইব্যুনালে কয় দিনের মধ্যে মামলার নিষ্পত্তি হবে? – ৯০ দিনের মধ্যে। তবে নির্ধারিত দিনের মধ্যে মামলা শেষ না হলে সুপ্রিম কোর্ট কর্তৃক অবহিত করে আরাে ৩০ দিন সময় বাড়ানাে যাবে এবং এরপরও শেষ না হলে আরাে ১৫ দিন সময় বাড়ানাে যাবে। 

৩৭. দ্রুত বিচার ট্রাইব্যুনালে কোন সংস্থার জবাবদিহিতার ব্যবস্থার কথা বলা হয়েছে? – বিচারক, আইনজীবী ও পুলিশের। 

৩৮. দ্রুতবিচার ট্রাইব্যুনালে জামিনের বিধান কিরূপ? – আগে থেকে বিদ্যমান জামিনবিধান। 

৩৯. দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক কে? – চাকরিরত বা প্রয়ােজনবােধে অবসরপ্রাপ্ত দায়রা জজ। 

৪০. বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটভিত্তিক গােয়েন্দা ইউনিটের নাম কি? – পুলিশ ইন্টারনাল ওভারসাইট। 

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

আইনশৃঙ্খলা রক্ষায় অপারেশন :

১. অপারেশন স্পাইডার ওয়েব কি? – সন্ত্রাসী ও চরমপন্থিদের ধরার জন্য দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলােতে পরিচালিত অভিযানের নাম। 

২. যৌথবাহিনী কর্তৃক অপারেশন স্পাইডার ওয়েব শুরু হয় কবে?  – ১৯ জুলাই ২০০৩। 

৩. নৌডাকাত ও অপরাধীদের ধরার জন্য সুন্দরবনে যে অভিযান পরিচালিত হয় তার নাম কি? – ‘অপারেশন গােল্ডেন টাইগার’।

৪. অপারেশন গােল্ডেন টাইগার কবে পরিচালিত হয়? – ২০০৩ সালের জুলাই মাসে। 

৫. কম্পিং অপারেশন কি? – দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় পরিচালিত বিশেষ অভিযান। 

৬. অপারেশন আগস্ট কবে পরিচালিত হয়? – ১৯৯২ সালের ১ থেকে ৩১ আগস্ট। 

৭. অপারেশন ক্লিনস্পট’ কি? – ঢাকা মহানগরীর মাদকদ্রব্য নির্মলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত একটি অভিযান। 

৮. অপারেশন ক্লিনস্পট কবে পরিচালিত হয়? – ১২ জানুয়ারি ২০০৫। 

৯. অপারেশন নিরাপদ উপকূল কি? –  ২০০৩ সালে যৌথবাহিনী কর্তৃক পরিচালিত একটি অভিযান। 

১০. অপারেশন ক্লিনহার্ট কি? – সন্ত্রাস মূলােৎপাটনের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ অভিযান। 

১১. অপারেশন ক্লিনহার্ট কবে শুরু হয়? – ১৬ অক্টোবর ২০০২। 

১২. অপারেশন ক্লিনহার্টের ব্যাপ্তিকাল ছিল কত দিন? – ৮৭ দিন (১৬ অক্টোবর ২০০২ থেকে ৯ জানুয়ারি ২০০৩)

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

পুলিশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান: 

১. উপমহাদেশে কার শাসনামলে বাংলাদেশ পুলিশ একাডেমি চালু হয়? – লর্ড হার্ডিঞ্জ। 

২. বাংলাদেশ পুলিশ একাডেমির প্রথম অধ্যক্ষ কে ছিলেন? – মেজর এইচ চীমন (১৯১২-১৯১৯)। 

৩. ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? – ৬ এপ্রিল ১৯৬৫। 

৪. বাংলাদেশ পুলিশের ফরেনসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর যাত্রা শুরু হয় কবে? – ১৬ জানুয়ারি ২০১২। 

৫. বাংলাদেশ পুলিশে প্রথম ভিকটিম সাপাের্ট সেন্টার (Victim Support Centre) কবে চালু হয়? – ১৭ ফেব্রুয়ারি ২০০৯। 

৬. প্রথম ভিকটিম সাপাের্ট সেন্টার কোথায় অবস্থিত? – তেজগাঁও থানা, ঢাকা । : ১. বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? সারদা। 

৬. সারদা পুলিশ একাডেমির এ দেশীয় প্রথম অধ্যক্ষ কে ছিলেন? – খান বাহাদুর এস এ খান। 

৭. রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ দেয়া হয় কাদেরকে? – নায়েক থেকে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের। 

৮. কনস্টেবলদের প্রশিক্ষণ কেন্দ্রগুলােকে কি বলে? – জোনাল প্রশিক্ষণ স্কুল। 

৯. বাংলাদেশে কয়টি জোনাল প্রশিক্ষণ স্কুল আছে? – ৪টি। 

১০. বাংলাদেশে পুলিশের প্রশিক্ষণ স্কুলগুলাে কোথায় অবস্থিত? – খুলনা, টাঙ্গাইল, নােয়াখালী ও রংপুর। 

১১. দক্ষিণ এশিয়ার প্রথম পুলিশ স্টাফ কলেজ কোথায় অবস্থিত? – ঢাকার মিরপুরে।

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

                                                   পুলিশ প্রশাসন:

১.বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত ?– ঢাকার ফুলবাড়িয়ায় । 

২. পূর্বে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায় ছিল? – ঢাকার রাজারবাগে। 

৩. পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার পদবি কি? – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), আরাে সংক্ষেপে আইজি। | 

৪. পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করে কোন মন্ত্রণালয়? – স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

৫. পুলিশ পেট্রোল কয় প্রকার ও কি কি? – ৮ প্রকার। 

যথা- 1. Foot Patrol, 2. Mobile Patrol, 3. Boot Patrol 4. Fixed Post Patrol, 5. Clock and Clockwise Patrol, 6. Block Patrol, 7. Ambush Patrol, 8. Disc Patrol. 

৬. বাংলাদেশ পুলিশের প্রশাসনিক স্তর বা অঞ্চলগুলাে কয়ভাগে বিভক্ত ও কি কি? 

– চারভাগে। যথা : রেঞ্জ, জেলা, সার্কেল ও থানা প্রশাসন। বাংলাদেশ পুলিশের বর্তমান প্রশাসনিক কাঠামাে – হেড কোয়ার্টার-আইজি ,রেঞ্জ/বিভাগ-ডিআইজি ,জেলা-এসপি ,সার্কেল-এএসপি , থানা-ইন্সপেক্টর (ওসি) পুলিশ ক্যাম্প/ফাড়ি- হাবিলদার 

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

পুলিশ রেঞ্জ 

১. পুলিশ রেঞ্জ কি? – এটি চার স্তরবিশিষ্ট পুলিশ প্রশাসনের সর্বোচ্চ স্তর। 

২. পুলিশ রেঞ্জ কিভাবে গঠিত? – কয়েকটি জেলার সমন্বয়ে একটি পুলিশ রেঞ্জ গঠিত হয়। 

৩. একটি পুলিশ রেঞ্জের প্রধান কর্মকর্তাকে কি বলা হয়? – ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল)। 

৪. বাংলাদেশে বর্তমানে কয়টি পুলিশ রেঞ্জ আছে? – ১০টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, রেলওয়ে ও হাইওয়ে)। 

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

পুলিশ জেলা 

১. পুলিশ জেলা কি? – পুলিশ প্রশাসনের একটি স্তর (দ্বিতীয় স্তর)

২. পুলিশ জেলা কিভাবে গঠিত হয় –কয়েকটি পুলিশ সার্কেলের সমন্বয়ে একটি পুলিশ জেলা গঠিত হয়। 

৩. জেলার পুলিশ প্রধানকে কি বলে? – এসপি (সুপারিনটেনডেন্ট অব পুলিশ)। 

৪. বর্তমানে দেশে কয়টি পুলিশ জেলা আছে? – প্রতি জেলায় ১টি করে ৬৪টি।। 

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

পুলিশ সার্কেল:

১. পুলিশ সার্কেল কি? – পুলিশ প্রশাসনের তৃতীয় স্তর।। 

২. পুলিশ সার্কেল কিভাবে গঠিত হয়? – কয়েকটি পুলিশ থানার সমন্বয়ে পুলিশ সার্কেল গঠিত। 

৩. পুলিশ সার্কেলের অধিকর্তা কে হন? – একজন সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি)।

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

পুলিশ থানা :

১.পুলিশ থানা কি? – চার স্তরবিশিষ্ট পুলিশ প্রশাসনের সর্বনিম্ন স্তর। কয়েকটি ইউনিয়ন = একটি পুলিশ থানা গঠিত। 

২. থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কে? – অফিসার ইনচার্জ বা ওসি (OC)। 

৩. পুলিশ ফাঁড়ি কি? – বিশেষ কোনাে কারণে কোনাে থানার অধীনে দূরবর্তী এলাকায় আইন | রক্ষার সুবিধার্থে স্থাপিত চৌকিকে ফাঁড়ি বলে। 

৪. পুলিশ ফাঁড়ির দায়িত্বে কে থাকেন?  – একজন হাবিলদার। 

৫. বাংলাদেশে কয় ধরনের পুলিশ থানা রয়েছে ও কি কি? – তিন ধরনের। সাধারণ পুলিশ থানা, নৌথানা ও রেলওয়ে থানা।

৬. বাংলাদেশে সর্বমােট থানার সংখ্যা কত? – ৭১৪টি। 

৭. বর্তমানে দেশে কতটি রেলওয়ে থানা আছে? – ২৪টি (পূর্বাঞ্চলে ১২টি ও পশ্চিমাঞ্চলে ১২টি)। 

৮.  বর্তমানে দেশে কয়টি নৌথানা রয়েছে?  –  ১৭টি।

৯. নৌথানা কার অধীনে ন্যস্ত থাকে? – জেলার এসপি’র অধীনে। 

১০. বাংলাদেশের সর্ব উত্তর ও সর্ব দক্ষিণের থানা কোনটি? – যথাক্রমে তেঁতুলিয়া ও টেকনাফ । 

থানা পুলিশের পদক্রম 

১. ওসি/ভারপ্রাপ্ত কর্মকর্তা 

২. সাব ইন্সপেক্টর 

৩. সহকারী সাব ইন্সপেক্টর  

৪. নায়েক ৫. কনস্টেবল 

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

রেল পুলিশ 

১. বাংলাদেশ রেল পুলিশ কি নামে পরিচিত? – জিআরপি। 

২. জিআরপি প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তার পদবি কি? – ডিআইজি। 

৩. বাংলাদেশ কয়টি জিআরপি অঞ্চলে বিভক্ত ও কি কি? – ২টি, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল।।

৪. পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল জিআরপির সদর দপ্তর কোথায়? – পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল জিআরপির সদর দপ্তর যথাক্রমে চট্টগ্রাম ও সৈয়দপুর (নীলফামারী)।

৫. বাংলাদেশে জিআরপি বা রেল থানা কয়টি, কোন অঞ্চলে কয়টি ও কি কি? – ২৪টি। পূর্বাঞ্চলে ১২টি ও পশ্চিমাঞ্চলে ১২টি। 

৬. পূর্বাঞ্চলের রেল থানাগুলাে কি কি?  – চট্টগ্রাম, লাকসাম, চাদপুর, আখাউড়া, শ্রীমঙ্গল, কুলাউড়া, ভৈরব, তা – ময়মনসিংহ, জামালপুর, কিশােরগঞ্জ ও সিলেট। 

৭. পশ্চিমাঞ্চলের রেল থানাগুলাে কি কি? – সৈয়দপুর, দিনাজপুর, পার্বতীপুর, লালমনিরহাট, বােনারপাড়া, শাতা ঈশ্বরদি, সিরাজগঞ্জ, পােড়াদহ, রাজবাড়ি, খুলনা ও রাজশাহী। 

৮. রেল পুলিশের ড্রেসের রং কি? – খাকি (প্যান্ট ও জামা)।।

মেট্রোপলিটন পুলিশ 

১. মেট্রোপলিটন নগরীর জন্য গঠিত বিশেষ পুলিশ বাহিনীর নাম কি? – 

মেট্রোপলিটন পুলিশ। 

২. ভারতে প্রথম মেট্রোপলিটন পুলিশ বাহিনী গঠন করা হয় কবে?—  ১৯৫৬ সালে। 

৩. বিশ্বে প্রথম মেট্রোপলিটন পুলিশ সৃষ্টি করা হয় কোথায়? – লন্ডন (যুক্তরাজ্য), ১৮২৯ সালে (প্রবর্তক স্যার রবার্ট পীল)। 

৪. মেট্রোপলিটন পুলিশ প্রধানের পদবি কি? – পুলিশ কমিশনার। 

৫. বাংলাদেশে মেট্রোপলিটন নগরী কতটি ও কি কি? – ৮টি; যথা: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, গাজীপুর ও রংপুর। 

৬. সকল মেট্রোপলিটন পুলিশের একই ড্রেস কবে থেকে চালু হয়?  – ১৫ এপ্রিল ১৯৯৩। 

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

ঢাকা মেট্রোপলিটন পুলিশ

১. ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) যাত্রা শুরু হয় কবে? – ১ ফেব্রুয়ারি ১৯৭৬। 

২. ডিএমপির প্রথম পুলিশ কমিশনার কে? – ই এ চৌধুরী। 

৩. ডিএমপির বর্তমান থানার সংখ্যা কতটি ও কি কি? – ৫০টি। 

কোতােয়ালী, সূত্রাপুর, লালবাগ, ডেমরা, সবুজবাগ, মতিঝিল, তেজগাঁও, রমনা, ধানমন্ডি, মােহাম্মদপুর, ক্যান্টনমেন্ট, মিরপুর, পল্লবী, গুলশান, খিলগাঁও, শ্যামপুর, কাফরুল, বাডড়া, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, বিমানবন্দর, নিউমার্কেট, পল্টন, শাহআলী, খিলক্ষেত, তুরাগ, আদাবর, শাহবাগ, তেজগাঁও শিল্পাঞ্চল, যাত্রাবাড়ী, উত্তরখান, দক্ষিণখান, দারুসসালাম, কদমতলী, রামপুরা, কলাবাগান, চকবাজার, শেরেবাংলা নগর, বংশাল, গেণ্ডারিয়া, ওয়ারী, বনানী, ভাটারা, রূপনগর, ভাষানটেক, উত্তরা-পশ্চিম, উত্তর-পূর্ব, মুগদা, শাহজাহানপুর ও হাতিরঝিল। |

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

১. চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (CMP) যাত্রা শুরু হয় কবে? ৩০ নভেম্বর ১৯৭৮। 

২. সিএমপির থানার সংখ্যা কত ও কি কি? ১৬টি । কাতােয়ালী, চান্দগাও, বন্দর, ডবলমুরিং, বায়েজিদ বােস্তামি, বাকলিয়া, খুলশী, হালিশহর, পতেঙ্গা, কর্ণফুলী, পাহাড়তলী, পাঁচলাইশ, চকবাজার, আকবর শাহ, সদরঘাট ও ইপিজেড। 

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

খুলনা মেট্রোপলিটন পুলিশ

 ১. খুলনা মেট্রোপলিটন পুলিশের (KMP) যাত্রা শুরু হয় কবে? ১৯৮৪ সালে। 

২. কেএমপির থানার সংখ্যা কত ও কি কি? – ৮টি। কোতােয়ালী, খানজাহান আলী, দৌলতপুর, খালিশপুর, সােনাডাঙ্গা, লবণচড়া, আড়ংঘাটা ও হরিণটানা। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

১. রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (RMP) যাত্রা শুরু হয় কবে? – ১৯৯২ সালে। 

২. আরএমপির থানার সংখ্যা কত ও কি কি? ১২টি। বােয়ালিয়া, মতিহার, রাজপাড়া, শাহ মখদুম, চন্দ্রিমা, কাশিয়াডাঙ্গা, কাটাখালি, বিমানবন্দর, পবা, কর্ণহার, দামকুড়া ও বেলপুকুর। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশ

১. বরিশাল মহানগর পুলিশের (BMP) যাত্রা শুরু হয় কবে? – ২৬ অক্টোবর ২০০৬।

২. বিএমপির বর্তমান থানার সংখ্যা কত? – ৪টি। কোতােয়ালী, বন্দর, এয়ারপাের্ট ও কাউনিয়া। 

৩. বিএমপির প্রথম পুলিশ কমিশনার কে? – আমিনুল ইসলাম। 

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

সিলেট মেট্রোপলিটন পুলিশ। 

১. সিলেট মেট্রোপলিটন পুলিশের (SMP) যাত্রা শুরু হয় কবে? — ২৬ অক্টোবর ২০০৬। 

২. এসএমপির বর্তমান থানার সংখ্যা কত ও কি কি? – ৬টি । জালালাবাদ, মােগলাবাজার, বিমানবন্দর, শাহপরান, কোতােয়ালী মডেল থানা ও দক্ষিণ সুরমা । 

৩. এসএমপির প্রথম পুলিশ কমিশনার কে? -সৈয়দ শাহ জামান রাজ। | 

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

 ১. গাজীপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ পাস হয় কবে? – ১১ এপ্রিল ২০১৮। 

২. গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (GMP) যাত্রা শুরু হয় কবে? ১৬ সেপ্টেম্বর ২০১৮। 

৩. GMP’র বর্তমান থানার সংখ্যা কত? – ৮টি। সদর, বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, পুবাইল, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম। 

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

রংপুর মেট্রোপলিটন পুলিশ 

১. রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ পাস হয় কবে?  – ১২ এপ্রিল ২০১৮। 

২. রংপুর মেট্রোপলিটন পুলিশের (RMP) যাত্রা শুরু হয় কবে? – ১৬ সেপ্টেম্বর ২০১৮। 

৩. RMP’র বর্তমান থানার সংখ্যা কত? – ৬টি । কোতয়ালী, পরশুরাম, তাজহাট, মাহীগঞ্জ, হারাগাছ ও হাজিরহাট। 

Bangladesh Police Sub Inspector SI Viva voce  Exam Suggestion 2021 , SI Viva Preparation suggestion

পুলিশের পদমর্যাদা 

 

১. পুলিশের সর্বোচ্চ পদমর্যাদায় অধিষ্ঠিত কর্মকর্তা কে? – আইজিপি। 

২. কোন পুলিশ কর্মকর্তা পাক শাসনামলে প্রাদেশিক গভর্নর নিযুক্ত হয়েছিলেন? – জাকির হােসেন। 

৩. পুলিশ বাহিনীর পদমর্যাদা চিহ্নিত করার ব্যাজসমূহ কি কি?

– ১. IG = ১ তলােয়ার, ১ ছড়ির ক্রস, ১ পিপ ও ১ শাপলা ।  

২. Add. IG =১ তলােয়ার ১ ছড়ির ক্রস ও ১ শাপলা  

৩. DIG = ১ শাপলা ৩ পিপ 

৪. Add. DIG = ১ শাপলা ২ পিপ 

৫, AIG/SP = ১ শাপলা ১ পিপ 

৬. Add. SP = ১ শাপলা 

৭. Senior ASP = ৩ পিপ ৮, ASP = ২ পিপ 

৯. Inspector = ১ পিপ 

১০. SI = ২ ফুল ও ১ নীল ফিতা 

১১. Sergeant = ২ ফুল ও ১ লাল ফিতা 

১২. ASI = ১ ফুল। 

১৩. হেড কনস্টেবল (আর্মড) = ৩ লাল ফিতা/বিল্লা 

১৪. হেড কনস্টেবল (অন আমড়) = ৩ সাদা ফিতা/বিল্লা 

১৫. নায়েক = ২ লাল ফিতা/বিল্লা । 

১৬. কনস্টেবল = কোনাে ব্যাজ নেই। 

Free Exam দিতে ক্লিক করুন 

BCS Questions

Whatsapp Group এ Join করুন

Share on

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

7 + thirteen =