১. কেড অব সিভিল প্রসিডিউর ১৯০৮ এর ১০৭ ধারার বিধান অনুযায়ী নিজের কোনটি আপীল আদালতের ক্ষমতার অর্ন্তভূক্ত নহে?
ক) মামলা পুন: বিচারে প্রেরণ
খ) অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ
গ) পুন: বিচারে প্রেরণের জন্য বিচার্য বিষয় গঠন
ঘ) আরজি গ্রহণ *
২.সর্বপ্রথম কখন সিভিল কোর্ট সংক্রান্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয়?
ক) ১৮৭৭ সালে
খ)) ১৮৪৯ সালে
গ) ১৮৫৯ সালে*
ঘ) ১৮৬৩ সালে
৩. একজন ভোলা জজ কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ অনুসারে সহকারী জজের নিম্নের কোন আদেশের বিরুদ্ধে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
ক) অর্ডার ৭ রুল ১০ অনুযায়ী আরজি ফেরতের আদেশ
খ) অর্ডার ৮ রুল ১০ অনুসারে প্রচারিত রায়
গ) অর্ডার ৯ রুল ৯ অনুসারে দাখিলী দরখাস্তের না-মঞ্জুর আদেশ *
ঘ) অর্ডার ১ রুল ১৩ অনুযায়ী দাখিলী দরখান্ত মঞ্জুর আদেশ
৪. জেলা জজ কর্তক রিভিশন মামলায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষ হাইকোর্ট বিভাগে
ক) সরাসরি রিভিশন দায়ের করতে পারে
খ) অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে *
গ) আপীল করতে পারে
ঘ) অনুমতি সাপেক্ষে আপীল করতে পারে
৫. কোন দেওয়ানী মামলায় ডিক্রি প্রচারের পর কত দিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হয়?
ক) ৭ *
খ) ১০
গ) ২১
ঘ) ৩০
৬. নিম্নের কোন আদেশটি ডিক্রি হিসাবে গণ্য হবে?
ক) আরজি ফেরত আদেশ
খ) আরজি গ্রহণ আদেশ
গ) আরজি সংশোধন আদেশ
ঘ) আরজি প্রত্যাখ্যান আদেশ *
৭. চুড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুদ্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারবে?
ক) প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপীল
খ) প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে রিভিশন
গ) চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপীল *
ঘ) প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে রিভিউ
৮. মামলার অ্যাবইটমেন্ট আদেশ সরাসরি বাতিলের জন্য আদালত একজন দরখাস্তকারীর বিরুদ্ধে সর্বোচ্চ কত Cost পরিশোধের নির্দেশ দিতে পারেন?
ক) ৫০০ টাকা
খ) ৩০০০ টাকা *
গ) ২০০০ টাকা
ঘ) ৫০০০ টাকা
৯.নিম্নের কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় না?
ক) কোন ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে *
খ) আপীলযোগ্য কিন্তু আপীল করা হয় নাই এমন ডিক্রির বিরুদ্ধে
গ) আপীলযোগ্য নহে এমন ডিক্রির বিরুদ্ধে
ঘ) স্মল কজেজ আদালত এর রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে
১০. সমন বিনা জারিতে ফেরৎ আসার কত দিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে ?
ক) এক মাস *
গ) তিন মাস
খ) দুই মাস
ঘ) ছয় মাস
১১. একজন ১ম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের ৩৭৯ ধারায় অভিযুক্ত আসামীর বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামী guilty plead করায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে। আপীল দায়ের হলে নিম্নের কোনটি হতে পারে?
ক) আপীলটি শুনানীর জন্য গ্রহণ করা হবে
খ) আপীলটি দায়রা জজ আদালতে দাখিলের জন্য ফেরত দেয়া হবে
গ) আপীলযোগ্য নয় বিধায় আপীলটি না-মঞ্জুর হবে *
ঘ) রিভিশন দায়েরের জন্য ফেরত দেয়া হবে
১২. একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটি নালিশ মামলায় কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশ বৃদ্ধির জন্য অভিযোগকারী নিম্নের কোন আদালতে আপীল দায়ের করবে?
ক) মহাগর দায়রা জজ আদালত *
খ) হাইকোর্ট বিভাগ
গ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
ঘ) দায়রা জজ আদালত
১৩. আদালত কারাবন্দী আসামীর বিরুদ্ধে কারাদণ্ডাদেশ প্রদান করলে, উক্ত দণ্ডাদেশ সংক্রান্ত ওয়ারেন্ট কান প্রেরণ করতে হবে?
ক) তোলা ম্যাজিস্ট্রেট
খ) পুলিশ সুপার
গ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ঘ) কারারক্ষক *
১৪. একজন দায়রা জজ কোন আসামীকে বিচারে খালাস প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে দায়েরকৃত বিচারাধীন থাকাবস্থায় আসামী মারা যায়। সেক্ষেত্রে আপীলটির ফলাফল কি হবে?
ক) আপীলটি মেধাতে নিস্পত্তি হবে
খ) প্রসিকিউশনকে শুনানী করে আদেশ প্রদান করা হবে
গ) আপীলটি অ্যাবেইট হবে *
ঘ) আপীলটি খারিজ হবে
১৫. কোন জেলায় ফৌজদারী আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্র বহির্ভূত কোন মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করতে হবে?
ক) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
খ) পুলিশ কমিশনার *
গ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
ঘ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
১৬. কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুসারে ১২০ দিনের মধ্যে মামলার তদন্তকার্য সম্পন্ন করার বিধানটি
ক) নির্দেশনামূলক*
খ) বিচার-বিবেচনামূলক
গ) বাধ্যতামূলক
ঘ) নিষেধাজ্ঞামূলক
১৭. Negotiable Instruments Act, 1881 এর অধীন ১৩৮ ধারার মামলায় যুগ দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামী নিম্নের কোন আদালতে আপীল দায়ের করবে?
ক) হাইকোর্ট বিভাগ
খ) আপীল বিভাগ
গ) দায়রা জজ আদালত *
ঘ) স্পেশাল জজ আদালত
১৮.আগাম জামিন (anticipatory bail) বলতে নিম্নের কোনটিকে বুঝাবে?
ক) গ্রেফতার পূর্ব জামিন *
খ) বিচার পূর্ব জামিন
গ) চার্জ গঠন পূর্ব জামিন
ঘ) যুক্তিতর্ক শুনানী পূর্ব জামিন
১৯. আসামীর বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন কোন মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে-
ক) আসামীর খালাস
খ) আসামীর মুক্তি
গ) আসামীর অব্যাহতি *
ঘ) উপরের কোনটিই নয়
২০. ফৌজদারী বিচার ব্যবস্থায় নিম্নের কোন আদালতের অন্তর্নিহিত ক্ষমতা (inherent power) আছে?
ক. আপীল বিভাগ
খ.হাইকোর্ট বিভাগ *
গ. দায়রা জজ আদালত
ঘ. মহানগর দায়রা জজ আদালত
২১. ১৮৩৪ সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন
ক. G.W. Anderson
খ. F. Millet
গ. J.M. Macleod
ঘ. Lord Macaulay *
২২. কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুয়ায়ী মৃত্যুদণ্ডাদেশ বহাল করেন
ক) হাইকোর্ট বিভাগ *
খ) অতিরিক্ত দায়রা জজ আদালত
গ) সারা জজ আদালত
ঘ) আপীল বিভাগ
২৩. ‘ক’ একটি বাড়ী ১ লক্ষ টাকায় ‘খ’ এর নিকট বিক্রয় করতে চুক্তি করে। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে নিয়ে কোনটি সঠিক হবে?
ক) ক, ’খ’ এর বিরুদ্ধে ক্ষতিগুণ দাবী করতে পারবে
খ) খ, ক এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবী করতে পারবে
গ) খ -কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে *
ঘ) খ- কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে না
২৪. ‘ক’ ১০০ মণ গম ‘খ’ এর নিকট বিক্রয় করার চুক্তি করে। কোন কারণ ব্যতিরেকেই উক্ত গম ‘খ’ কে সরবরাহ করা হয় নাই। খ’ এর প্রতিকার কি?
ক) ’খ’ সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবে
খ) খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে *
গ) থ ক্ষতিপূরণ পাবে না
ঘ) খ শুধুমাত্র চুক্তির ক্রয়মূল্য ফেরত পাবে
২৫. নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানী আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা (Discretionary Power) প্রয়োগ কতে পারে না?
ক) ঘোষণামূলক মোকদ্দমা
খ) স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা
গ) দলিল সংশোধনের মোকদ্দমা
ঘ) অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা *
২৬. কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনগত বাধ্য?
ক) রেজিস্টার্ড দলিল বেআইনীমর্মে ঘোষণামূলক মোকদ্দমায়
খ) রেজিস্টার্ড দলিল সংশোধনের মোকদ্দমা
গ) রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমা *
ঘ) রেজিস্টার্ড দলিল রদ রহিতের মোকদ্দমা
২৭. একটি বিক্রয় চুক্তি সম্পাদনের কত দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হয়?
ক) ৩০ *
খ) ৬০
গ) ৯০
ঘ) ১২০
২৮. ‘চ’ দলিলটি ‘ছ’ দলিলের পূর্বে সম্পাদিত হয় কিন্তু ‘ছ’ দলিলের পরে রেজিস্ট্রি হয়। এক্ষেত্রে সঠিক আইনগত ফলাফল কি হবে?
ক) ‘ছ’ দলিলটি ‘চ’ দলিলের উপর প্রাধান্য লাভ করবে *
খ) ‘চ’ দলিলটি ‘ছ’ দলিলের উপর প্রাধান্য লাভ করবে
গ) দুইটি দলিলই সমানভাবে প্রাধান্য পাবে
ঘ) উপরের কোনটি নয়
২৯. কেন জলপথে বৰ্তস্বত্ব (Easement) অধিকার অর্জনের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রযোজ্য?
ক) শুধুমাত্র ২০ বছর ব্যবহার।
খ) নিরবচ্ছিন্নভাবে ২০ বছর ব্যবহার।
গ) নিরবচ্ছিন্নভাবে ও শান্তিপূর্ণভাবে ২০ বছর ব্যবহার।
ঘ) নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে ২০ বছর ব্যবহার *
৩০.সহকারী জজ আদালত প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপীল দায়ের করতে। হয়?
ক) ৩০ *
খ) ৬০
গ) ৯০
ঘ) ১২০
৩১. যাবজ্জীবন কারাদন্ড বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে ?
ক) ১৪ বত্সরের সশ্রম কারাদন্ড
খ) দন্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবন ব্যাপী কারাদন্ড *
গ) ২০ বৎসরের সশ্রম কারাদন্ড
ঘ) ৩০ বছরের সশ্রম কারাদন্ড
৩২. পেনাল কোডে বর্ণিত অপরাধগুলির মধ্যে সর্বনিম্ন সাজা?
ক) ২৪ ঘন্টার বিনাশ্রম কারাদন্ড বা ১০ টাকা জরিমানা
খ) ২৪ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই *
গ) ১ দিনের বিনাশ্রম কারাদন্ড বা ১০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
ঘ) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
৩৩. একজন শৈল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন “আপনি আর বাঁচবেন না, এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। এক্ষেত্রে শৈল্য চিকিৎসক নিম্নের কোন ধারার অপরাধ করেছেন
ক) খুন
খ) নরহত্যা
গ) হত্যার প্রচেষ্টা।
ঘ) কোন অপরাধ করেন নাই *
৩৪. নিম্নের কোন কার্যটি চুরি (Theft) হিসাবে গণ্য হবে না?
ক) চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেয়া *
খ) অপরের জমিতে দন্ডায়মান গাছ কেটে ফেলা
গ) টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া
ঘ) অপরের জমিতে দন্ডায়মান গাছ কেটে নিয়ে যাওয়া ।
৩৫. “চ” সহ পাঁচ ব্যক্তি “ছ”-কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে “ছ” কে হত্যা করে। “চ” সহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক ?
ক) ১৩৪
খ) ৩৪ *
গ) ১২০এ
ঘ) ১১৪
৩৬. “জ” মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে “ঝ” কে ১ লক্ষ টাকা দিতে বাধ্য করে। “জ” নিম্নের কোন অপরাধ করেছে?
ক) দস্যুতা
খ) প্রতারণা
গ) বলপূর্বক গ্রহণ *
ঘ) চুরি
৩৭. যেক্ষেত্রে কোন কর্ম বা কর্মবিচ্যুতি দুই বা ততােধিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয়, সেইক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে?
ক) অপরাধীকে দুইটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত করা হবে
খ) অপরাধীকে দুইটি বা ততোধিক আইনের অধীনে শাস্তি দেওয়া হবে
গ) অপরাধীকে যে কোন একটি আইনের অধীন অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে *
ঘ) দুটি আইনের অধীন দায়েরকৃত পৃথক দুটি মামলায় যুগপৎ (Analogous) বিচার হবে
৩৮. কোন আইনের মাধ্যমে দ্যা এভিডেন্স এ্যাক্ট, ১৮৭২ কে চট্টগ্রামের পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে
ক) পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯
খ) চিটাগাং হিল ট্রাকস রেগুলেশন, ১৯০০ *
গ) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৮৯৮
ঘ) General Clauses Act, 1897এর ধারা ৫
৩৯. নিয়ে কোনটিকে প্রত্যক্ষ সাক্ষ্য (Direct Evidence) হিসেবে গণ্য করা যায়?
ক) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা দেখেন নাই বা শুনেন নাই
খ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা দেখেন নাই
গ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন *
ঘ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা অন্যের অভিমতের ভিত্তিতে প্রাপ্ত
৪০. ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) বলতে নিম্নের কোনটিকে বুঝাবে ?
ক) যে প্রশ্নের পূর্বে উত্তর বলা থাকে
খ) যে প্রশ্নের পরে উত্তর বলা থাকে
গ) যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে *
ঘ) যে প্রশ্নের হ্যা বা না সূচক উত্তর করে থাকে
৪১. সাক্ষ্য আইনের কোন ধারায় (Res judicata) নীতির প্রতিফলন ঘটেছে ?
ক) ৩৯ ধারা
খ) ৪০ ধারা
গ) ৪৫ ধারা *
ঘ) ৪৭ ধারা
৪২. ‘চ’ ও ‘ছ মুসলিম নর-নারী পরস্পরের সম্মতিতে কোন সাক্ষী ব্যতীত বিয়ে করলে তাদের বিয়ের আইনগত ফলাফল হবে
ক) অবৈধ
খ) বাতিলযোগ্য
গ) নিয়মিত
ঘ) অনিয়মিত *
৪৩. একজন হানাফী মুসলিম মৃত্যুকালে ত্যাজ্যবিত্তে স্ত্রীকে একমাত্র উত্তরাধিকারী রেখে যায়। স্ত্রী ওয়ারিশ হিসাবে ১/৪ অংশ প্রাপ্তির পর মৃতের অবশিষ্ট সম্পত্তি অর্থাৎ ৩/৪ অংশ
ক) রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত হবে
খ) অবশিষ্টভোগী হিসাবে স্ত্রী পাবে
গ) স্ত্রীর নিকট ফেরত যাবে *
ঘ) বায়তুল মাল হিসাবে সরকারের নিকট অর্পিত হবে
৪৪. হিন্দু বিধবার বিয়ে নিম্নের কোন আইন দ্বারা Regulated হয়?
ক) The Hindu Women Marriage Ceremonies Act, 1856
খ) The Hindu Women Marriage Act, 1856
গ) The Hindu Women Re- Marriage Act, 1856
ঘ) The Hindu Widow’s Women Re- Marriage Act, 1856 *
৪৫. ১৯৭২ সালের ৪, নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয়
ক) জাতীয় পরিষদে
খ) জাতীয় সংসদে
গ) গণপরিষদে*
ঘ) জাতীয় পার্লামেন্টে
৪৬. জরুরী-অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতি-স্বাক্ষরের প্রয়োজন?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী *
গ) স্পীকার
ঘ) প্রধান বিচারপতি
৪৭. রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিম্নের কোন বিল সংসদে উত্থাপন করা যায় না?
ক) আইন প্রণয়ণ বিল
খ) বেসরকারী বিল
গ) অর্থ বিল *
ঘ) উপরের কোনটিই নয়
৪৮. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে?
ক) ১১ *
খ) ১০
গ) ৯
ঘ) ৮
৪৯. সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল বিভাগে অধিকারবলে আপীল করা যাবে?
ক) যাবজ্জীবন কারাদণ্ড *
খ) ১৪ বৎসর কারাদণ্ড
গ) ১০ বত্সর কারাদণ্ড
ঘ) উপরের কোনটিই নয