১১শ জুডিসিয়াল সার্ভিস প্রিলিমিনারী পরীক্ষা, ২০১৭

১. “No………..-shall lie from any order or decree passed in any suit instituted under this section, nor shall any——— of any order or decree be allowed”- The Specific Relief Act, 1877 – এর ৯ ধারা অনুসারে শূন্যস্থান এ সন্নিবেশিত শব্দ  দুইটি যথাক্রমে-  

ক) revision, appeal

খ) appeal, review *

গ) review, appeal

ঘ) revision, review

২. A person entitled to the possession of specific immovable property may

recover it in the manner prescribed by the –

ক) The Specific Relief Act,1877 

খ)) The Code of Criminal Procedure, 1898 

গ) The Code of Civil Procedure, 1908 *

ঘ) The Constitution of Bangladesh

৩. “Nemo debet bis vexari” প্রবাদটি নিচের কোনটি বুঝাতে ব্যবহত হয় ?

ক) Truth is the mother of justice 

খ) Doctrine of Double Jeopardy 

গ) Doctrine of previous acquittal or previous conviction 

ঘ) খ ও গ উভয়  *

৪.”Nothing in this Code shall be deemed to limit or affect the inherent power of the

High Court Division to make such orders as may be necessary to give effect to any order under this Code or to prevent abuse of the process of any Court or otherwise to secure the ends of justice’ — The Code of Criminal Procedure, 1898 কত ধারায় বর্ণিত হয়েছে?

ক) ৪৩৯

খ) ৪৩৫

গ) ৪৩৯এ

ঘ) ৫৬১এ *

৫. ’ক’ গুরুতর জখম করার অপরাধে ‘খ’ এর সাজা হলাে। এর কিছুদিন পর ভিকটিম ‘ক’ মারা যায়। এ প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক?

 ক) ‘খ’ এর পুন:বিচার করা যাবেনা 

খ) ‘ক’ কে হত্যার জন্য ‘খ’ এর পুন:বিচার হবে *

 গ) ‘ক’ কে হত্যার জন্য ‘খ’ এর ফাঁসির আদেশ হবে 

ঘ) ‘খ’ এর যাবজ্জীবন সাজা হবে 

৬. ‘ক’ The Penal Code, 1860 এর ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ‘ক’ কে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ‘ক’ উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপীল দায়েরের শর্তে জামিনের আবেদন করেন। ‘ক’ এর দরখাস্তটি The Code of Criminal Procedure, 1898 এর কত ধারায় আনীত হয়েছে? 

ক) ৪২৬ *

খ) ৪২৮ 

গ) ৪৩৫

ঘ) ৪৩৯

৭.দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুসারে কোনাে অভিযােগ অনুসন্ধান বা তদন্তের জন্য বৈধ ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়ােগে কোনে ব্যক্তি বাধাপ্রদান করার অপরাধের জন্য শাস্তি

ক) ৩ বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড

খ) ৩ বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড *

গ) ২ বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড

ঘ) কোনটিই নয়

৮. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীন নারীর আত্মহত্যায় প্ররােচনা, ইত্যাদির শাস্তি

ক) অনধিক ১০ বৎসর অন্যূন ৫ বৎসর কারাদণ্ড এবং অর্থদণ্ড *

খ) অনধিক ১২ বৎসর অন্যূন ৫ বত্সর কারাদণ্ড 

গ) অনধিক ৮ বৎসর অন্যন ৫ বৎসর কারাদণ্ড এবং অর্থদণ্ড

ঘ) অনধিক ১০ বৎসর অন্যূন ৫ বৎসর কারাদণ্ড

৯. তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আইন, ২০০৬ এর ৫৭ ধারা অনুযায়ী ইলেকট্রনিক ফরমে মিথ্যা, অশ্লীল অথক  মানহানিকর তথ্য প্রকাশ সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ দণ্ড কত? 

ক) অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং অনধিক ১ কোটি টাকা অর্থদণ্ড 

খ) মৃত্যুদণ্ড 

গ) যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ কোটি টাকা অর্থদণ্ড 

ঘ) ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অনধিক ৫০ লক্ষ টাকা অর্থদণ্ড

উত্তর (প্রশ্নটির অপশনগুলাে ভুল] 

১০. অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর বিধান অনুসারে ডিক্রিকৃত অর্থ আদায়ের জন্য দায়িক কে দেওয়ানী । কারাগারে আটক রাখতে পারবে

ক) এক মাস পর্যন্ত

খ) ৩ মাস পর্যন্ত *

গ) ছয় মাস পর্যন্ত

ঘ) ডিক্রিকৃত অর্থ আদায় না হওয়া পর্যন্ত 

১১. ‘res ipsa loquitur’ means 

ক) The thing speaks for itself. *

খ) The man speaks for itself 

গ) The property speaks for itself 

ঘ) The circumstance speaks for itself

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − four =