গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব

১। হাতিরঝিল এর নকশার পরিকল্পনা করেন কে?
উঃ এহসান খান।
২। ‘মুক্তমঞ্চ’ কোথায় অবস্থিত?
উঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
৩। ‘শিখা অনির্বাণ’ কোথায় অবস্থিত?
উঃ ঢাকা সেনানিবাস।
৪। ‘মিশুক’ এর স্থপতি কে?
উঃ মুস্তাফা মনোয়ার।
৫। ‘শাপলা চত্বর’ এর স্থপতি কে?
উঃ আজিজুল জলিল পাশা।
৬। ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ কোথায় অবস্থিত?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।
৭। ‘দোয়েল চত্বর’ এর স্থপতি কে?
উঃ আজিজুর জলিল পাশা।
৮। ঢাকা গেইটের নির্মাতা কে?
উঃ মীর জুমলা।
৯। ‘গোল্ডেন জুবিলি টাওয়ার’ কোথায় অবস্থিত?
উঃ রাজশাহী।
১০। ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
উঃ বাংলা একাডেমি।
১১। জাতীয় শিশু পার্ক এর স্থপতি কে?
উঃ সামসুল ওয়ারেস
১২। ‘বাংলার তাজমহল’ কোথায় অবস্থিত?
উঃ সোনারগাঁ।
১৩। ‘স্বাধীনতা চত্বর’ কোথায় অবস্থিত?
উঃ ঢাকা সেনানিবাস।
১৪। জাতীয় জাদুঘর এর স্থপতি কে?
উঃ মোস্তফা কামাল।
১৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিস্থল কে কি বলা হয়?
উঃ কমনওয়েলথ সমাধি।
১৬। কমলাপুর রেলস্টেশন এর স্থপতি কে?
উঃ বব বুই।
১৭। ‘ঢাকা তোরণ’ কোথায় অবস্থিত?
উঃ বনানী।
১৮। নভোথিয়েটারের স্থপতি কে?
উঃ আলী ইমাম।
১৯। মীর জুমলার কামান কোন যুদ্ধে ব্যবহৃত হয়?
উঃ আসাম যুদ্ধে।
২০। বাংলাদেশ ব্যাংকের স্থপতি কে?
উঃ শফিউল কাদের।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seven =