বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর:
১. সমাস ভাষাকে কি করে?
(ক) সংক্ষেপ করে* (খ) বিস্তৃত করে
(গ) অর্থপূর্ণ করে (ঘ) অর্থের রূপান্তর ঘটায়
২. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
(ক) সমাস* (খ) সন্ধি (গ) প্রত্যয় (ঘ) উপসর্গ
দ্বন্দ্ব সমাস:
৩. ‘জলে-স্থলে’ কী সমাস?
(ক) সমার্থক দ্বন্দ্ব (খ) বিপরীতার্থক দ্বন্দ্ব
(গ) অলুক দ্বন্দ্ব* (ঘ) একশেষ দ্বন্দ্ব
৪. ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?
(ক) দ্বন্দ্ব সমাস* (খ) অব্যয়ীভাব সমাস
(গ) তৎপুরুষ সমাস (ঘ) কর্মধারয় সমাস
৫. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
(ক) সিংহাসন (খ) ভাই-বোন* (গ) কানাকানি (ঘ) গাছপাকা
কর্মধারয় সমাস:
৬. ‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?
(ক) দ্বিগু (খ) কর্মধারয়* (গ) দ্বন্দ্ব (ঘ) বহুব্রীহি
৭. জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?
(ক) মধ্যপদলোপী কর্মধারয়* (খ) ষষ্ঠী তৎপুরুষ
(গ) পঞ্চমী তৎপুরুষ (ঘ) উপমান কর্মধারয়
৮. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়Ñ
(ক) উপমিত (খ) উপমান (গ) উপমেয়* (ঘ) রূপক
৯. ‘চাঁদমুখ’-এর ব্যাসবাক্য হলো-
(ক) চাঁদমুখের ন্যায় (খ) চাঁদের মত মুখ*
(গ) চাঁদ মুখ যার (ঘ) চাঁদরূপ মুখ
১০. মধ্যপদলোপী কর্মধারয়-এর দৃষ্টান্ত-
(ক) ঘর থেকে ছাড়া-ঘড়ছাড়া (খ) অরুণের মতো রাঙ্গা-অরুণরাঙ্গা
(গ) হাসি মাখা মুখ-হাসিমুখ* (ঘ) ক্ষণ ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী
তৎপুরুষ সমাস
১১. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ?
(ক) তৎপুরুষ* (খ) কর্মধারয় (গ) অব্যয়ীভাব (ঘ) বহুব্রীহি
১২. ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) বিস্ময় দ্বারা আপন্ন (খ) বিস্ময়ে আপন্ন
(গ) বিস্ময়কে আপন্ন* (ঘ) বিস্ময়ে যে আপন্ন
বহুব্রীহি সমাস:
১৩. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
(ক) জনশ্রুতি (খ) অনমনীয়* (গ) খাসমহল (ঘ) তপোবন
১৪. ‘লাঠালাঠি’- এটি কোন সমাস?
(ক) প্রাদি সমাস (খ) ব্যতিহার বহুব্রীহি সমাস*
(গ) তৎপুরুস সমাস (ঘ) কর্মধারয় সমাস
দ্বিগু সমাস:
১৫. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
(ক) দ্বন্দ্ব সমাস (খ) রূপক সমাস
(গ) বহুব্রীহি সমাস (ঘ) দ্বিগু সমাস*
অব্যয়ীভাব সমাস:
১৬. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?
(ক) বহুব্রীহি (খ) কর্মধারয় (গ) সুপসুপা (ঘ) অব্যয়ীভাব*
অন্যান্য বিশেষ সমাস:
১৭. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়?
(ক) দ্বন্দ্ব সমাস (খ) অব্যয়ীভাব সমাস
(গ) কর্মধারয় সমাস (ঘ) নিত্য সমাস*
পিএসসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর:
১৮. নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়?
(ক) গাছপাকা (খ) বিদ্যালয়* (গ) সিংহাসন (ঘ) দিলদরিয়া
১৯. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত-
(ক) আরবি (খ) ফরাসি (গ) সংস্কৃত* (ঘ) ইংরেজি
২০. ব্যাসবাক্যের অপর নাম কী?
(ক) যৌগিক বাক্য (খ) বিগ্রহ বাক্য*
(গ) সমস্ত পদ (ঘ) সমস্যামান পদ
২১. সমাসবদ্ধ পদকে কি বলে?
(ক) সমস্যমান (খ) সমস্ত পদ* (গ) ব্যাসবাক্য (ঘ) বিগ্রহ বাক্য
২২. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?
(ক) পূর্ব পদ (খ) উত্তর পদ
(গ) পর পদ (ঘ) খও গ উভয়ই সঠিক*
২৩. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
(ক) ব্যাসবাক্য (খ) সমস্যমান পদ* (গ) সমাসবাক্য (ঘ) সমস্ত পদ
২৪. ‘সমাস’ শব্দের অর্থ কি?
(ক) সংশ্লেষণ (খ) বিশ্লেষণ (গ) সংক্ষেপণ* (ঘ) সংযোজন
২৫. সমাস সাধিত পদ কোনটি?
(ক) চাষী (খ) মানব (গ) দম্পতি* (ঘ) বোনাই
২৬. সমাস নিষ্পন্ন পদকে কি বলে?
(ক) সমস্যমান পদ (খ) সমস্ত পদ* (গ) ব্যাসবাক্য (ঘ) উত্তর পদ
২৭. সমাস কত প্রকার?
(ক) ৩ প্রকার (খ) ৪ প্রকার (গ) ৬ প্রকার* (ঘ) ৮ প্রকার
দ্বন্দ্ব সমাস:
২৮. ‘কুশীলব’ শব্দটি কোন সমাসের অন্তর্গত?
(ক) বহুব্রীহি (খ) কর্মধারয় (গ) তৎপুরুষ (ঘ) দ্বন্দ্ব*
২৯. অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
(ক) মায়ে ঝিয়ে* (খ) ভাইবোন (গ) ঘরবাড়ি (ঘ) দম্পতি
৩০. ‘জায়া ও পতি’ সমাস করলে কি হয়?
(ক) পতি-পত্নী (খ) দম্পতি* (গ) জায়া-পতি (ঘ) স্বামী-স্ত্রী
৩১. ‘দম্পতি’ কোন সমাস?
(ক) অব্যয়ীভাব (খ) দ্বন্দ্ব* (গ) কর্মধারয় (ঘ) তৎপুরুষ
৩২. পথে ও প্রান্তরে = পথে-প্রান্তরেÑ এটি কোন সমাস?
(ক) দ্বিগু (খ) দ্বন্দ্ব* (গ) তৎপুরষ (ঘ) কর্মধারয়
৩৩. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?
(ক) দুধে-ভাতে* (খ) মাতাপিতা (গ) কমবেশি (ঘ) সাত-পাঁচ
৩৪. অহিনুকুল কোন সমাস?
(ক) কর্মধারয় (খ) বহুব্রীহি (গ) দ্বন্দ্ব* (ঘ) দ্বিগু
৩৫. কোনটি দ্বন্দ্ব সমাস?
(ক) কোকিলকণ্ঠি (খ) রাতজাগা (গ) হাটেবাজারে* (ঘ) মেনিমুখো
৩৬. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
(ক) দম্পতি* (খ) মহাবীর (গ) নিটোল (ঘ) প্রতিদিন
৩৭. হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?
(ক) মিলনার্থে (খ) সমার্থে* (গ) বিপরীতার্থে (ঘ) বিয়োগার্থে
৩৮. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
(ক) অন্যায় (খ) অনাসক্ত (গ) আমরণ (ঘ) অহিনুকুল*
কর্মধারয় সমাস:
৩৯. নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
(ক) মোহনিদ্র (খ) শোকানল (গ) মোমবাতি* (ঘ) দিলদরিয়া
৪০. ‘যে চালাক সেই চতুর= চালাকচতুর’- কোন সমাসের উদাহরণ?
(ক) দ্বন্দ্ব (খ) কর্মধারয়* (গ) তৎপুরুষ (ঘ) অব্যয়ীভাব
৪১. যা কাঁচা তাই পাকা = কাঁচাপাকা- কোন সমাস?
(ক) দ্বন্দ্ব সমাস (খ) কর্মধারয় সমাস*
(গ) দ্বিগু সমাস (ঘ) বহুব্রীহি সমাস
৪২. মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ- এটি কোন ধরনের কর্মধধারয় সমাস?
(ক) মধ্যপদলোপী (খ) উপমান (গ) উপমিত* (ঘ) রূপক
৪৩. নীলাম্বর কোন সমাস?
(ক) দ্বন্দ্ব (খ) তৎপুরুষ (গ) কর্মধারয়* (ঘ) অব্যয়ীভাব
৪৪. নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?
(ক) মনমরা (খ) মনগড়া (গ) মনমাঝি* (ঘ) পরাণপ্রিয়
৪৫. কোনটি রূপক সমাস নয়?
(ক) বাহুলতা* (খ) কমলমুখ (গ) বিষাদ-সিন্ধু (ঘ) জ্ঞানবৃক্ষ
৪৬. রাজর্ষি এর ব্যাসবাক্য কোনটি?
(ক) যিনি ঋষি তিনিই রাজা (খ) যিনি রাজা তিনিই ঋষি*
(গ) যিনি রাজা তিনি ঋষি (ঘ) যিনি ঋষি তিনি রাজা
৪৭. মনমাঝি-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) মনের মাঝি (খ) মন রূপ মাঝি*
(গ) মন মাঝির ন্যায় (ঘ) মন ও মাঝি
৪৮. শশব্যস্ত কোন সমাস?
(ক) কর্মধারয়* (খ) তৎপুরুষ (গ) বহব্রীহি (ঘ) অব্যয়ীভাব
৪৯. ‘সিংহ পুরুষ’ কোন সমাস?
(ক) উপমান কর্মধারয় (খ) উপপদ কর্মধারয়
(গ) উপমিত কর্মধারয়* (ঘ) অব্যয়ীভাব
৫০. ‘মৌমাছি’ কোন সমাস?
(ক) কর্মধারয় সমাস* (খ) বহুব্রীহি সমাস
(গ) দ্বিগু সমাস (ঘ) অব্যয়ীভাব
৫১. সংবাদপত্র কোন সমাস?
(ক) মধ্যপদলোপী কর্মধারয়* (খ) দ্বন্দ্ব
(গ) অব্যয়ীভাব (ঘ) বহুব্রীহি
৫২. মহর্ষি কোন সমাস?
(ক) দ্বন্দ্ব (খ) কর্মধারয়* (গ) তৎপুরুষ (ঘ) বহুব্রীহি
৫৩. জোৎস্নারাত কোন সমাস?
(ক) দ্বিগু (খ) কর্মধারয়* (গ) তৎপুরুষ (ঘ) বহুব্রীহি
৫৪. ‘চাঁদের ন্যায় মুখ’ = চাঁদমুখ” কোন প্রকার কর্মধারয় সমাস?
(ক) রূপক (খ) উপমিত (গ) উপমান* (ঘ) মধ্যপদলোপী
৫৫. নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?
(ক) বহুব্রীহি (খ) দ্বিগু (গ) কর্মধারয়* (ঘ) অব্যয়ীভাব
৫৬. নরাধম কোন সমাস?
(ক) দ্বিগু সমাস (খ) কর্মধারয় সমাস*
(গ) দ্বন্দ্ব সমাস (ঘ) তৎপুরুষ সমাস
৫৭. নীল যে অম্বর = নীলাম্বরÑ কোন সমাস?
(ক) বহুব্রীহি (খ) তৎপুরুষ (গ) কর্মধারয়* (ঘ) অব্যয়ীভাব
৫৮. কোন সমাসে সাধরণ ধর্মের উল্লেখ থাকে না?
(ক) উপমিত কর্মধারয় (খ) রূপক কর্মধারয়
(গ) উপমান কর্মধারয়* (ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
৫৯. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
(ক) মুখচন্দ্র (খ) ক্রোধানল (গ) তুষারশুভ্র* (ঘ) মনমাঝি
৬০. চাঁদমুখ কোন সমাস?
(ক) উপমান (খ) উপমিত* (গ) রূপক (ঘ) অব্যয়ীভাব
৬১. মহাকীর্তিÑএর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) মহান যে কীর্তি (খ) মহা যে কীর্তি
(গ) মহতী যে কীর্তি* (ঘ) মহান কীর্তি যার
৬২. নিচের কোন শব্দটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?
(ক) জলযান (খ) মনমাঝি* (গ) সিংহদ্বার (ঘ) একাদশ
৬৩. ‘খাস মহল’ (খাস যে মহল) কোন সমাস?
(ক) কর্মধারয়* (খ) তৎপুরুষ (গ) অব্যয়ীভাব (ঘ) বহুব্রীহি
৬৪. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
(ক) পূর্ব পদ (খ) পর পদ* (গ) উভয় পদ (ঘ) অন্য পদ
৬৫. কোনটি কর্মধারয় সমাসের উদাহণ?
(ক) দুর্ভিক্ষ (ভিক্ষার অভাব) (খ) নীলকণ্ঠ (নীল কণ্ঠ যার)
(গ) দম্পতি (জায়া ও পতি) (ঘ) একাদশ একের অধিক দশ)*
৬৬. ‘হারামনি’ কোন সমাস (হারিয়েছে যে মণি)?
(ক) তৎপুরুষ (খ) কর্মধারয়* (গ) বহুব্রীহি (ঘ) অব্যয়ীভাব
৬৭. কোনটি উপমিত কর্মধারয়-এর উদাহরণ?
(ক) ¯েœহনীড় (খ) কুসুমকোমল (গ) করপল্লব* (ঘ) ঘনশ্যাম
৬৮. ‘ঈগল পাখী’ কোন সমাস (ঈগল নামের যে পাখী)?
(ক) তৎপুরুষ (খ) কর্মধারয়* (গ) বহুব্রীহি (ঘ) অব্যয়ীভাব
৬৯. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
(ক) দ্বন্দ্ব (খ) তৎপুরুষ (গ) কর্মধারয়* (ঘ) বহুব্রীহি
৭০. নিচের কোনটি কর্মধারয় সমাস?
(ক) খাসমহল (খ) রাজর্ষি (গ) আকণ্ঠ (ঘ) ক ও খ উভয়ই সঠিক*
৭১. ‘লঙ্কা বাটা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) লঙ্কা ও বাটা (খ) যা লঙ্কা তাই বাটা
(গ) লঙ্কার বাটা (ঘ) বাটা যে লঙ্কা*
৭২. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?
(ক) গুরুদেব (খ) মৌমাছি*
(গ) মহাজন (ঘ) কাঁচামিঠে
৭৩. সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়-
(ক) উপমান কর্মধারয় (খ) উপমিত কর্মধারয়*
(গ) রূপক কর্মধারয় (ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
৭৪. কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?
(ক) দুগ্ধধবল (খ) কৃষ্ণনয়ন
(গ) মমতারস (ঘ) ফুলকুমারী*
৭৫. ‘নবপৃথিবী’ –এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) নব ও পৃথিবী (খ) নব পৃথিবী যার
(গ) নব পৃথিবীর ন্যায় (ঘ) নব যে পৃথিবী*
৭৬. ‘ক্ষুধিত পাষাণ’ কোন সমাস?
(ক) বহুব্রীহি (খ) কর্মধারয়* (গ) তৎপুরুষ (ঘ) দ্বন্দ্ব
৭৭. ‘কাঁচামিঠা’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) কাঁচা ও মিঠা (খ) যা কাঁচা তাই মিঠা*
(গ) কাঁচার মিঠা (ঘ) কাঁচামিঠা
৭৮. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
(ক) ইন্দ্রজিৎ* (খ) একরোখা (গ) কালান্তর (ঘ) ইহকাল
৭৯. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
(ক) গায়েহলুদ (খ) চালকুমড়া*
(গ) ছয়ানি (ঘ) ছায়াছবি
৮০. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
(ক) কাটাচোখা (খ) কানাকানি (গ) ঔষধি (ঘ) ঋষিকবি*
৮১. ‘যৌবন সূর্য’ কোন সমাস?
(ক) মধ্যপদলোপী কর্মধারয় সমাস (খ) দ্বন্দ্ব সমাস
(গ) ষষ্ঠী তৎপুরুষ সমাস (ঘ) রূপক কর্মধারয় সমাস*
৮২. ‘হজ্জযাত্রা’ কোন সমাসের উদাহরণ?
(ক) ৩য়া তৎপুরুষ (খ) ৪র্থী তৎপুরুষ*
(গ) ৫মী তৎপুরুষ (ঘ) ৭মী তৎপুরুষ
৮৩. ‘মনগড়া’ কোন সমাস?
(ক) দ্বন্দ্ব (খ) কর্মধারয় (গ) তৎপুরুষ* (ঘ) বহুব্রীহি
৮৪. অচেনা কোন সমাস?
(ক) দ্বিগু (খ) দ্বন্দ্ব (গ) কর্মধারয় (ঘ) তৎপুরুষ*
৮৫. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?
(ক) উপপদ তৎপুরুষ* (খ) উপমান কর্মধারয়
(গ) উপমিত কর্মধারয় (ঘ) নিত্য সমাস
৮৬. ‘বিয়েপাগল’ শব্দটি কোন সমাস?
(ক) অব্যয়ীভাব (খ) তৎপুরুষ সমাস*
(গ) বহুব্রীহি (ঘ) কর্মধারয়
৮৭. কোনটি তৎপুরুষ সমাস?
(ক) ভালোমন্দ (খ) মধুমাখা* (গ) যথাসাধ্য (ঘ) সত্যনিষ্ঠ
৮৮. অনাদর-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) ন আদর* (খ) আদরের অভাব
(গ) অনেক আদর (ঘ) নাই আদর
৮৯. ইত্যাদি কোন সমাস?
(ক) তৎপুরুষ* (খ) অব্যয়ীভাব (গ) কর্মধারয় (ঘ) বহুব্রীহি
৯০. বাগদত্তা কোন সমাস?
(ক) বহুব্রীহি (খ) তৎপুরুষ* (গ) কর্মধারয় (ঘ) অব্যয়ীভাব
৯১. কোন শব্দটি তৎপুরুষ শব্দ?
(ক) কালি-কলম (খ) মধুমাখা*
(গ) দশানন (ঘ) মাতাপিতা
৯২. সমাস নির্ণয় করুন-‘ধানের ক্ষেত’-
(ক) অব্যয়ীভাব (খ) নঞ তৎপুরুষ*
(গ) উপপদ তৎপুরুষ (ঘ) নিত্য সমাস
৯৩. ‘রাজপুত্র’ কোন সমাসের উদাহরণ?
(ক) তৎপুরুষ* (খ) বহুব্রীহি (গ) কর্মধারয় (ঘ) দ্বন্দ্ব
৯৪. ‘বইপড়া’ (বইকে পড়া) কোন সমাস?
(ক) বহুব্রীহি (খ) কর্মধারয় (গ) তৎপুরুষ* (ঘ) অব্যয়ীভাব
৯৫. খেচর কোন সমাস?
(ক) কর্মধারয় (খ) উপপদ তৎপুরুষ*
(গ) বহুব্রীহি (ঘ) দ্বন্দ্ব
৯৬. ‘মেঘশূন্য’ (মেঘ দ্বারা শূন্য) কোন সমাস?
(ক) তৎপুরুষ* (খ) কর্মধারয় (গ) বহুব্রীহি (ঘ) অব্যয়ীভাব
৯৭. ‘ছায়াশীতল’ কোন সমাস (ছায়াতে শীতল)?
(ক) তৎপুরুষ* (খ) কর্মধারয় (গ) বহুব্রীহি (ঘ) অব্যয়ীভাব
৯৮. ‘প্রিয়ংবদা’ শব্দটি কোন সমাস?
(ক) বহুব্রীহি (খ) উপপদ তৎপুরুষ*
(গ) রূপক কর্মধারয় (ঘ) ষষ্ঠী তৎপুরুষ
৯৯. পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-
(ক) বহুব্রীহি সমাস (খ) দ্বন্দ্ব সমাস
(গ) কর্মধারয় সমাস (ঘ) তৎপুরুষ সমাস*
১০০. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
(ক) পরপদ* (খ) পূর্বপদ (গ) অন্যপদ (ঘ) উভয়পদ
১০১. ‘বিশ্বকবি’ সমাস কি হবে?
(ক) বিশ্বরূপ কবি (খ) যিনি বিশ্বের কবি
(গ) বিশ্ব ও কবি (ঘ) বিশ্বের কবি*
১০২. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
(ক) কর্মধারয় (খ) তৎপুরুষ* (গ) বহুব্রীহি (ঘ) অব্যয়ীভাব
১০৩. নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস?
(ক) বেহুস (খ) মুখে ভাত (গ) খেচর* (ঘ) একটিও নয়
১০৪. কোনটি ‘উপপদ তৎপুরুষের’ উদাহরণ?
(ক) প্রতিবাদ (খ) বিলাত ফেরত
(গ) উপগ্রহ (ঘ) ছেলেধরা*
১০৫. ‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ?
(ক) পঞ্চমী তৎপুরুষ (খ) উপপদ তৎপুরুষ*
(গ) প্রাদি সমাস (ঘ) বহুব্রীহি সমাস
বহুব্রীহি সমাস:
১০৬. ‘কোলাকুলি’ কোন সমাস?
(ক) ব্যধিকরণ বহুব্রীহি (খ) অলুক বহুব্রীহি
(গ) মধ্যপদলোপী বহুব্রীহি (ঘ) ব্যতিহার বহুব্রীহি*
১০৭. অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?
(ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি (খ) সংখ্যাবাচক বহুব্রীহি
(গ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি* (ঘ) ব্যাধিকরণ বহুব্রীহি
১০৮. ‘আশীবিষ’ কোন সমাস?
(ক) কর্মধারয় (খ) বহুব্রীহি* (গ) তৎপুরুষ (ঘ) অব্যয়ীভাব
১০৯. ‘লাঠালাঠি’ কোন সমাস?
(ক) দ্বন্দ্ব (খ) বহুব্রীহি* (গ) দ্বিগু (ঘ) কর্মধারয়
১১০. ‘গোফ-খেজুরে’ কোন সমাস?
(ক) মধ্যপদলোপী বহুব্রীহি (খ) ব্যতিহার বহুব্রীহি
(গ) ব্যধিকরণ বহুব্রীহি* (ঘ) দ্বিগু
১১১. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কি?
(ক) বহুগম (খ) বহুবলে (গ) বহুধন (ঘ) বহুধান*
১১২. ‘কানাকানি’ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
(ক) ব্যতিহার* (খ) ব্যধিকরণ (গ) সমানাধিকরণ (ঘ) মধ্যপদলোপী
১১৩. গায়ে হলুদ কোন সমাস?
(ক) দ্বন্দ্ব (খ) বহুব্রীহি* (গ) অব্যয়ীভাব (ঘ) দ্বিগু
১১৪. ‘বীণাপাণি’ কোন সমাস?
(ক) দ্বন্দ্ব (খ) কর্মধারয় (গ) তৎপুরুষ (ঘ) বহুব্রীহি*
১১৫. কোনটি বহুব্রীহি সমাস?
(ক) দশানন* (খ) সুপুরুষ (গ) সাদাকালো (ঘ) চৌরাস্তা
১১৬. ‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ?
(ক) বহুব্রীহি* (খ) দ্বিগু (গ) তৎপুরুষ (ঘ) কর্মধারয়
১১৭. ‘দিগম্বর’ (দিক অম্বর যার) কোন সমাস?
(ক) তৎপুরুষ (খ) বহুব্রীহি* (গ) কর্মধারয় (ঘ) অব্যয়ীভাব
১১৮. নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
(ক) বীণাপাণি* (খ) চৌরাস্তা (গ) বনস্পতি (ঘ) সিংহাসন
১১৯. ‘সবান্ধব’ কোন সমাস?
(ক) দ্বন্দ্ব (খ) তৎপুরুষ (গ) বহুব্রীহি* (ঘ) অব্যয়ীভাব
১২০. ‘অসুখ’ কোন সমাস (নাই সুখ যার)?
(ক) তৎপুরুষ (খ) কর্মধারয় (গ) অব্যয়ীভাব (ঘ) বহুব্রীহি*
১২১. ‘আশীবিষ’ (আশিতে বিষ যার) কোন সমাস?
(ক) তৎপুরুষ (খ) কর্মধার (গ) বহুব্রীহি* (ঘ) অব্যয়ীভাব
১২২. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
(ক) সুবর্ণ (সু বর্ণ যার)* (খ) বৃষ্টি ধৌত (বৃষ্টিতে ধৌত)
(গ) ক্রোধানল (ক্রাধরূপ অনল) (ঘ) হররোজ (রোজ রোজ)
১২৩. কোনটি ‘বহুব্রীহি’ সমাসের উদাহরণ?
(ক) বিমনা* (খ) সজ্জন (গ) প্রভাত (ঘ) নির্বিঘœ
১২৪. ‘নদীমাতৃক’ শব্দের সমাস হলো-
(ক) নদী মাতা যার* (খ) নদীতে মাতা আছে যার
(গ) নদৗ ও মাতা (ঘ) নদৗ এবং মাতৃকা
১২৫. ‘অবোধ’ কোন সমাস (নাই বোধ যার)?
(ক) অব্যয়ীভাব (খ) তৎপুরুষ (গ) কর্মধারয় (ঘ) বহুব্রীহি*
১২৬. কোনটি বহুব্রীহি সমাস?
(ক) সুপুরুষ (খ) দশানন (গ) সাদাকালো (ঘ) চৌরাস্তা*
১২৭. ‘নীলাম্বর’ কোন সমাস?
(ক) বহুব্রীহি* (খ) তৎপুরুষ (গ) দ্বন্দ্ব (ঘ) অব্যয়ীভাব
১২৮. নিচের কোনটি সমানাধিকরণ বহুব্রীহি সমাস?
(ক) কানাকানি (খ) পীতাম্বর* (গ) হাতাহাতি (ঘ) চুলোচুলি
১২৯. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
(ক) চিরসুখ (খ) সুগন্ধি* (গ) খেয়াঘাট (ঘ) আজীবন
১৩০. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ-
(ক) ওলকপি (খ) কবিগুরু (গ) আটঘাট* (ঘ) ঊনপাঁজুরে
১৩১. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
(ক) সমানাদিকরণ* (খ) প্রত্যয়ান্ত (গ) ব্যধিকরণ (ঘ) ব্যতিহার
দ্বিগু সমাস:
১৩২. কোনটি দ্বিগু সমাস?
(ক) সপ্তাহ* (খ) পরিভ্রমণ (গ) আমরণ (ঘ) মনগড়া
১৩৩. ‘তেপান্তর’ (তিন প্রান্তরের সমাহার) কোন সমাস?
(ক) তৎপুরুষ (খ) দ্বিগু* (গ) কর্মধারয় (ঘ) দ্বন্দ্ব
১৩৪. দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
(ক) পরপদ* (খ) পূর্বপদ (গ) উভয়পদ (ঘ) অন্যপদ
১৩৫. ‘চার রাস্তার সমাহর’ বাক্যটির সংকোচন রূপ কি হবে?
(ক) চার রাস্তা (খ) চৌরাস্তা* (গ) চার সমাহার (ঘ) চৌমৌহনী
১৩৬. কোনটি দ্বিগু সমাস?
(ক) পুরুষ সিংহ (খ) চৌরাস্তা* (গ) হাটবাজার (ঘ) কোনটিই নয়
১৩৭. নিচের কোনটি দ্বিগু সমাস?
(ক) আপাদমস্তক (গ) রুই কাতলা (গ) একরোখা (ঘ) সেতার*
১৩৮. সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয়?
(ক) বহুব্রীহি সমাস (খ) তৎপুরুষ সমাস
(গ) দ্বিগু সমাস* (ঘ) কর্মধারয় সমাস
১৩৯. ‘পঞ্চনদ’ কোন সমাস?
(ক) দ্বন্দ্ব (খ) কর্মধারয় (গ) দ্বিগু* (ঘ) অব্যয়ীভাব
অব্যয়ীভাব সমাস:
১৪০. ‘উপকণ্ঠ’ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) কণ্ঠের সমীপে* (খ) কণ্ঠের সদৃশ
(গ) উপ যে কণ্ঠ (ঘ) কণ্ঠ পর্যন্ত
১৪১. ‘প্রতিবিম্ব’ কোন সমাস?
(ক) বহুব্রীহি (খ) দ্বিগু (গ) অব্যয়ীভাব* (ঘ) দ্বন্দ্ব
১৪২. পূর্বপদ প্রধান সমাস কোনটি?
(ক) দ্বন্দ্ব (খ) অব্যয়ীভাব* (গ) তৎপুরুষ (ঘ) বহুব্রীহি
১৪৩. কুলের সমীপে = উপকূলÑ এটি কোন সমাস?
(ক) দ্বিগু (খ) দ্বন্দ্ব (গ) অব্যয়ীভাব* (ঘ) বহুব্রীহি
১৪৪. অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?
(ক) অহিনকুল (খ) আমরা (গ) উপকূল* (ঘ) ভাইবোন
১৪৫. ‘আমরণ’ কোন সমাস (মরণ পর্যন্ত)?
(ক) তৎপুরুষ (খ) কর্মধারয় (গ) অব্যয়ীভাব* (ঘ) বহুব্রীহি
১৪৬. ‘গরমিল’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) মিল ও অমিল (খ) অমিলের সদৃশ
(গ) মিলের অভাব* (ঘ) গর ও মিল
১৪৭. ‘অনুতাপ’ (তাপের পশ্চাৎ) কোন সমাস?
(ক) অব্যয়ীভাব* (খ) তৎপুরুষ (গ) কর্মধারয় (ঘ) বহুব্রীহি
১৪৮. কোনটি অব্যয়ীভাব সামাসের উদাহরণ?
(ক) অনুতাপ (খ) আপাদমস্তক* (গ) আটচালা (ঘ) আমরা
অন্যান্য বিশেষ সমাস:
১৪৯. কোনটি নিত্য সমাসের উদাহরণ?
(ক) অন্যগৃহ* (ক) মিলের অভাব (গ) স্ত্রীর অভাব (ঘ) প্রকৃষ্ট গতি
১৫০. ‘দুই এবং নব্বই’ = বিরানব্বই’ কোন ধরনরে সমাসের উদাহরণ?
(ক) প্রাদি সমাস (খ) দ্বিগু সমাস
(গ) অব্যয়ীভাব সমাস (ঘ) নিত্য সমাস*
১৫১. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
(ক) প্রাদি সমাস (খ) নিত্য সমাস*
(গ) দ্বন্দ্ব সমাস (ঘ) অলুক সমাস
১৫২. কোনটি নিত্য সমাস?
(ক) কলেছাঁটা (খ) ভবনদী (গ) জয়ধ্বনি (ঘ) জলমাত্র*
১৫৩. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায়না?
(ক) অলুক সমাস* (খ) নিত্য সমাস
(গ) উপপদ (ঘ) প্রাদি সমাস
১৫৪. যে সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ হয় না তাকে বলেÑ
(ক) নিত্য সমাস (খ) অলুক সমাস*
(গ) দ্বন্দ্ব সমাস (ঘ) দ্বিগু সমাস
১৫৫. নিচের কোনটি নিত্য সমাস?
(ক) ভালমন্দ (খ) বেয়াদব (গ) পঞ্চনদ (ঘ) দেশান্তর*
ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর
১৫৬. সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
(ক) সমস্যমান পদ (খ) ব্যাসবাক্য (গ) উত্তরপদ (ঘ) সমস্তপদ*
১৫৭. যে যেপদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?
(ক) সমস্যমান পদ * (খ) পূর্ব পদ
(গ) উত্তর পদ (ঘ) সমস্ত পদ
১৫৮. সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসে কোনটি সঠিক?
(ক) অসমুদ্র (খ) হিমালয় পর্যন্ত*
(গ) আসমুদ্র (ঘ) আসমুদ্র হিমাচল
১৫৯. সমাস ভাষাকে কি করে?
(ক) সংক্ষেপ করে* (খ) বিস্তৃত করে
(গ) অর্থপূর্ণ করে (ঘ) অর্থের রূপান্তর ঘটায়
দ্বন্দ সমাস:
১৬০. কোনটি দ্বন্দ্ব সমাস?
(ক) মধুকণ্ঠি (খ) রাতকানা (গ) হাট-বাজার* (ঘ) গুমড়ামুখো
কর্মধারয় সমাস:
১৬১. সিংহসান শব্দটি কোন সমাস?
(ক) ষষ্ঠী তৎপুরুষ (খ) মধ্যপদলোপী কর্মধারয়*
(গ) নিমিত্তার্থে চতুর্থী (ঘ) নিত্য সমাস
১৬২. ‘মহানবী’ কোন সমাস?
(ক) কর্মধারয়* (খ) বহুব্রীহি (গ) দ্বন্দ্ব (ঘ) তৎপুরুষ
১৬৩. ‘রক্তাশোক’ যে সমাসের উদাহরণ?
(ক) কর্মধারয়* (খ) বহুব্রীহি (গ) দ্বন্দ্ব (ঘ) তৎপুরুষ
১৬৪. সমাসবদ্ধ পদ ‘কাঁচমিঠা’র ব্যাসবাক্যÑ
(ক) কাঁচা অবস্থাতেও মিঠা যা (খ) দেখতে কাঁচা খেতে মিঠা
(গ) কাঁচা ও মিঠা (ঘ) যা কাঁচা তা-ই মিঠা*
১৬৫. ‘হারামনি’ কোন সমাস (হারিয়েছে যে মণি)?
(ক) তৎপুরুষ (খ) কর্মধারয়* (গ) বহুব্রীহি (ঘ) অব্যয়ীভাব
১৬৬. ‘তুষার শুভ্র’ কোন সমাসের উদাহরণ?
(ক) উপমান কর্মধারয়* (খ) উপমিত কর্মধারয়
(গ) রূপক কর্মধারয় (ঘ) তৎপুরুষ
তৎপুরুণ সমাস:
১৬৭. রথদেখা কোন সমাস?
(ক) নিত্য (খ) দ্বন্দ্ব
(গ) সমার্থক বহুব্রীহি (ঘ) তৎপুরুষ*
১৬৮. ‘আম-কুড়ানো’ কোন সমাস?
(ক) ২য়া তৎপুরুষ* (খ) ৩য়া তৎপুরুষ
(গ) ৪র্থী তৎপুরুষ (ঘ) ষষ্ঠী তৎপুরুষ
১৬৯. ‘ছাঁয়াশীতল’ কোন সমাস (ছাঁয়াতে শীতল)?
(ক) তৎপুরুষ* (খ) কর্মধারয় (গ) বহুব্রীহি (ঘ) অব্যয়ীভাব
১৭০. পৌরসভা’ কোন তৎপুরুষ সমাস?
(ক) ৬ষ্ঠী* (খ) ৪র্থী (গ) ৩য়া (ঘ) ২য়া
১৭১. ‘প্রিয়ংবদা’ শব্দটি কোন সমাস?
(ক) বহুব্রীহি (খ) উপপদ তদৎপুরুষ*
(গ) রূপক কর্মধারয় (ঘ) ষষ্ঠী তৎপুরুষ
১৭২. ‘বিশ্বকবি’ সমাস কি হবে?
(ক) বিশ্বরূপ কবি (খ) যিনি বিশ্বের কবি
(গ) বিশ্ব ও কবি (ঘ) বিশ্বের কবি*
বহুব্রীহি সমাস:
১৭৩. ‘গোঁফ খেজুরে’ কোন সমাস?
(ক) ব্যতিহার বহুব্রীহি (খ) ব্যধিকরণ বহুব্রীহি*
(গ) দ্বিগু (ঘ) মধ্যপদলোপী
১৭৪. ‘গায়ে হলুদ’ কোন সমাস?
(ক) বহুব্রীহি* (খ) অব্যয়ীভাব (গ) তৎপুরুষ (ঘ) কর্মধারয়
১৭৫. সমাস নির্ণয় করুন ‘দশ আনন যাহার- দশানন’-
(ক) দ্বন্দ্ব সমাস (খ) কর্মধারয় (গ) বহুব্রীহি সমাস* (ঘ) অব্যয়ীভাব
১৭৬. ‘লাঠলাটি’-এটি কোন সামস?
(ক) প্রাদি সমাস (খ) ব্যতিহার বহুব্রীহি সমাস*
(গ) তৎপরুষ সমাস (ঘ) কর্মধারয় সমাস
১৭৭. ‘মেঘের মত নাদ যার- মেঘনাদ’ কোন সমাস?
(ক) সমনাধিকরণ বহুব্রীহি (খ) মধ্যপদলোপী বহুব্রীহি*
(গ) ব্যতিহার বহুব্রীহি (ঘ) ব্যধিকরণ বহুব্রীহি
দ্বিগু সমাস:
১৭৮. কোনটি দ্বিগু সমাস?
(ক) পুরুষ সিংহ (খ) কাপুরুষ
(গ) হাট-বাজার (ঘ) চৌরাস্তা*
১৭৯. যে সমাসের পূর্ব পদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলেÑ
(ক) দ্বন্দ্ব সমাস (খ) রূপক সমাস
(গ) বহুব্রীহি সমাস (ঘ) দ্বিগু সমাস*
১৮০. নিচের কোনটি দ্বিগু সমাস সিদ্ধ শব্দ?
(ক) দম্পতি (খ) ক্রোধানল (গ) ষড়ঋতু* (ঘ) তৈলাক্ত
অন্যান্য বিশেষ সমাস: