বাংলাদেশ পরিচিতি

বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ৩৮তম বিসিএস

বিসিএস প্রিলিমিনারি টেস্ট-  ৩৮তম বিসিএস

 

১. কোন গ্যাস ড্রাই আইস তৈরিতে ব্যবহৃত হয়?
(ক) অক্সিজেন                     (খ) কার্বন ডাই-অক্সাইড
(গ) সালফার ডাই-অক্সাইড (ঘ) নাইট্রোজেন ডাই-অক্সাইড
২. বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?
(ক) টাইক্লোরোটাইফ্লুরো ইথেন (খ) টেট্রাফ্লুরো ইথেন
(গ) ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন (ঘ) আর্গন
৩. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো-
(ক) আলফা রেস (Alpha rays) (খ) বিটা রেস (Beta rays)
(গ) গামা রেস (Gama rays)     (ঘ) অক্স (এক্স) রেস (X-rays)
৪. ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
(ক) প্লাসটিড (খ) মাইটোকন্ড্রিয়া
(গ) নিউক্লিওলাস (ঘ) ক্রোমাটিন বস্তু
৫. মস্তিষ্কের ডোপামিম তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?
(ক) এপিলেপসি (খ) পারকিনসন (গ) প্যারালাইসিস (ঘ)থ্রমবোসিন
৬. নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
(ক) খেজুর পাম        (খ) সাগু পাম     (গ) নিপা পাম     (ঘ) তাল পাম
৭. বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
(ক) ট্রপোম-ল (Troposphere)          (খ) স্ট্রাটোম-ল (Stratosphere)
(গ) মেসোম-ল (Mesosphrere) (ঘ) তাপম-ল(Tharmosphere)
৮. পৃথিবীর বারিম-লের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভে ধারণ করে?
(ক) ২.০৫% (খ) ০.৬৮%* (গ) ০.০১% (ঘ) ০.০০১%
৯. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়-
(ক) পিসিকালচার (খ) এপিকালচার
(গ) মেরিকালচার (ঘ) সেরিকালচার
১০. মা-এর রক্তে হেপাটাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?
(ক) ৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে
(খ) ৭ দিন ইনকিউবিটরে রাখতে হবে
(গ) জন্মের ১২ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি (HBIG) শট দিতে হবে
(ঘ) জন্মের ১ মাস পর কেবলমাত্র (HBIG) শট দিতে হবে
১১. ডেঙ্গু রোগ ছড়ায়-
(ক) Aedes aegypti মশা  (খ) House flies   (গ) Anopheles মশা   (ঘ) ইঁদুর ও কাঠবিড়ালী
১২. বায়ুম-লের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
(ক) স্ট্রাটোস্ফিয়ার         (খ) ট্রপোস্ফিয়ার      (গ) আয়োনোস্ফিয়ার    (ঘ) ওজোনস্তর
১৩. স্টিফেন হকিন্স একজন-
(ক) দার্শনিক    (খ) পদার্থবিদ      (গ) রসায়নবিদ      (ঘ) কবি
১৪. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
(ক) নাইট্রোজেন গ্যাস      (খ) মিথেন গ্যাস   (গ) হাইড্রোজেন গ্যাস   (ঘ) কার্বন ডাই-অক্সাইড
১৫. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
(ক) তেল         (খ) সমুদ্রের ঢেউ    (গ) গ্যাস       (ঘ) কয়লা

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =