01- দিক ও দূরত্ব নির্ণয় : Direction and Distance Finding

বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর:

০১. একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে?
ক. ১৭              খ. ২৮                  গ. ২১                      ঘ. ২০ 
০২. একজন লোক একটি নির্দিষ্ট স্থান অ থেকে যাত্রা শুরু করে ১২ কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে অ অবস্থান থেকে কত দূরে থাকবে?
ক. ১৭ কি.মি.         খ. ১৫ কি.মি.          গ. ১৪ কি.মি.            ঘ. ১৩ কি.মি. 
০৩. ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
  ক. পূর্ব        খ. পশ্চিম       গ. উত্তর         ঘ. দক্ষিণ
০৪. বশির ১০ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে ৫ মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে ১৫ মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে বশিরের বর্তমান অবস্থান দূরে?
  ক. ১৫ মিটার      খ. ১০ মিটার        গ. ৩০ মিটার          ঘ. ৪৫ মিটার
০৫. City B is 5 miles east of A. City C is 10 miles southeast of city B. Which of the following is the closest to the distance from city A to C?                  ক. 11 miles           খ. 12 miles          গ. 13 miles        ঘ. 14 miles 
০৬. তানিয়া প্রথমে ১২ কিমি যায় উত্তরে। পরে ১২ কিমি যায় পশ্চিমে। সেখান থেকে ৬ কিমি যায় দক্ষিণে। যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত?
ক. ৯ কিমি      খ. ১৩.৪২ কিমি       গ. ১১ কিমি       ঘ. ৬ কিমি
০৭. একটি দেয়াল ঘড়িতে যখন ৯টা বাজে তখন কাটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাটা কোন দিকে থাকবে?
       ক. উত্তর        খ. পশ্চিম       গ. দক্ষিণ      ঘ. পূর্ব
০৮. সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে অফিসে ঢুকে পড়লেন। তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়িটি দু’বার ডান দিকে ও একবার বাম দিকে ঘুরছে। বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখী ছিল?
ক. পূর্ব        খ. পশ্চিম           গ. উত্তর         ঘ. দক্ষিণ

৯. A man starts climbing hill. Every minutes he ascends 20 yards but slips down 5 yards. How long will he take to touch a point 80 yards height?

ক.5 minutes  খ. 5 minutes 20 seconds     গ.6 minutes     ঘ. 5 minutes 10 seconds

১০. A is west of B who is west of C. D is east of A. Which direction is D of C?

ক. WEST          খ.  EAST            গ. SOUTH             ঘ.NORTH

১১. In a bright sunny afternoon, you are walking towards the east. You ask one to show you the post office. He said, “Go straight ahead, you will find an intersection. Go about a mile to the left and you will find a school to your left. The post office is exactly behind it. What direction is the school from the point you are standing at?

       ক.NORTH          খ. WEST               গ. EAST                    ঘ. SOUTH

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =