সাধারণ জ্ঞান

১। ডেনমার্ক এর জাতীয় পতাকার নাম- ডেনব্রুগ
২। সর্বপ্রথম যে দেশ পতাকার প্রচলন করে- ডেনমার্ক
৩। পোল্যান্ড এর পার্লামেন্ট – সীম
৪। রাশিয়ার সম্রাটদের বলা হতো- জার
৫। রাশিয়ার প্রথম সম্রাট ছিলেন- পিটার দ্য গ্রেট
৬। রাশিয়ার যে সম্রাট দাড়ির উপর কর বসিয়েছিলেন – পিটার দ্য গ্রেট
৭।’ লেডি উইথ দ্য ল্যাম্প’ হিসেবে পরিচিত – ফ্লোরেন্স নাইটিংগেল
৮। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি যে যুদ্ধে জড়িত – ক্রিমিয়ার যুদ্ধ
৯। লেলিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়- ১৯১৭ সালে
১০। অক্টোবর বিপ্লব/ বলশেভিক বিপ্লব যে দেশে সংঘটিত হয়- রাশিয়া
১১। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন- লেলিন
১২। CIS এর সদরদপ্তর- মিনস্ক, বেলারুশ
১৩। ‘Imperialism, the Highest Stage of Capitalism ‘ রচনা করেছেন – লেলিন
১৪। যে নেতার মরদেহ এখনো জাদুঘরে সংরক্ষণ করা আছে- লেলিন
১৫। লেলিনগ্রাদ শহরের বর্তমান নাম- সেন্ট পিটার্সবার্গ
১৬। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ- রাশিয়া ( সোভিয়েত ইউনিয়ন)
১৭। গ্লাসনস্ত অর্থ – খোলামেলা আলোচনা
১৮। সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে- রাশিয়া
১৯। পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক – রাশিয়া
২০। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে রাষ্ট্র হয়েছিলো- ১৫ টি
২১। আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয়- ১৯৯১ সালে
২২। CIS এর সদস্য – ১১টি
২৩। স্টেট ডুমা যে দেশের আইনসভা – রাশিয়া
২৪। রাশিয়ার পূর্বাঞ্চল সর্ববৃহৎ শহর- ভ্লাদিভস্টক
২৫। জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাঁটি – ভ্লাদিভোস্টক
২৬। যে দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত – রাশিয়া
২৭। ‘অরেঞ্জ বিপ্লব” সংঘটিত হয়- ইউক্রেনে
২৮। সুইজারল্যান্ড এর প্রাচীন নাম- হেলভেটিয়া
২৯। ফ্যাসিজমের প্রবর্তক – বেনিটো মুসোলিনি
৩০। ইটালির আইনসভার নাম- পার্লামেন্ট
৩১। বিশ্বের মানচিত্রে যে দেশকে ‘লং সু” মনে হয়- ইটালি
৩২। আধুনিক জার্মানির জনক- অটোভন বিসমার্ক
৩৩। ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। ” – এডলফ হিটলার
৩৪। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম- গেস্টাপো
৩৫। হিটলারের আত্মজীবনীগ্রন্থ – Mein Kampf
৩৬। জার্মান ও ফ্রান্স সীমান্তরেখা – ম্যাজিনো লাইন
৩৭। বার্লিন প্রাচীর তৈরি করা হয়- ১৯৬১ সালে
৩৮। বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য – ১৫৫ কি.মি.
৩৯। বার্লিন প্রাচীরের পতন ঘটে- ১৯৮৯ সালের ৯ নভেম্বর
৪০। পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রিত হয়- ১৯৯০ সালের ৩ অক্টোবর (মধ্যরাতে)
৪১। হিটলার জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন- ১৯৩৩ সালে
৪২। জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর – অ্যাঞ্জেলা মার্কেল
৪৩। জার্মানির আইনসভা – বুনডেসটাগ
৪৪। জার্মানিতে চ্যান্সেলর পদটি- প্রধানমন্ত্রীর সমতুল্য পদ
৪৫। ‘এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।”- বিসমার্ক
৪৬। এডলফ হিটলার জন্মগ্রহণ করেন- অস্ট্রিয়ায়
৪৭। ‘শতবর্ষ ব্যাপী যুদ্ধ ‘ এর সময়কাল – (১৩৩৭-১৪৫৩)
৪৮। ইংল্যান্ড এর যে রাজা ফ্রান্সের সিংহাসন দাবী করেন- ৩য় এডওয়ার্ড
৪৯। জোয়ান অব আর্ক- ফরাসি বীর কন্যা
৫০। ফরাসি বিপ্লব হয়- ১৭৮৯ সালে

Share on

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

17 + six =